IPL 2021: পাড়ার প্যান্ডেল থেকে শুরু করে বিরিয়ানি, পুজো উপভোগ করে মরুদেশে পাড়ি সৌরভের
আইপিএলের ফাইনাল দেখতে দুবাই উড়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগে বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় হাজির ছিলেন সৌরভ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো এবার ৪৯তম বর্ষে পদার্পণ করল।
সৌরভও ৪৯। বাড়ির লাগোয়া এই পুজো সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল। এখন সৌরভও ওতপ্রোতভাবে এই পুজোর সঙ্গে জড়িয়ে।
বুধবার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোয় গিয়েছিলেন সৌরভ।
মরুদেশে রওনা হওয়ার আগে কলকাতার পুজোর আমেজে গা ভাসালেন মহারাজ।
সাম্প্রতিক অসুস্থতার পর এখন খাওয়াদাওয়ায় অনেক নিয়ম মেনে চলতে হয় সৌরভকে।
তবে পুজোর কয়েকদিন ছাড় রয়েছে। সৌরভ জানিয়েছেন, পুজোর মেনুতে ছিল প্রিয় বিরিয়ানিও।
তবে এবার স্ত্রী ডোনা ও মেয়ে সানা নেই। দুজনই রয়েছেন লন্ডনে। সানার পড়াশোনার জন্য সেখানে রয়েছেন ডোনাও।
সৌরভও ইংল্যান্ডে গিয়েছিলেন। তবে মেয়ের ক্লাস শুরু হওয়ার আগে ফিরে আসেন।
পুজোয় কয়েকদিন কলকাতা কাটিয়ে দুবাই রওনা হয়ে গেলেন মহারাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -