Most Runs in T20: টি-টোয়েন্টিতে দশ হাজারি, নতুন কীর্তি রোহিতের
টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি কিংবদন্তি। গোটা বিশ্ব ইউনিভার্স বস বলে চেনে তাঁকে। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বেশি রানের মালিক ক্রিস গেল। ৪৬৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৪,৫৬২ রান করেছেন গেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দু'নম্বরে ভারতের জামাই, টেনিসসুন্দরী সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিক। তবে গেলের রেকর্ডের ধারেকাছে নেই। ৪৭২ টি-টোয়েন্টি ম্যাচে ১১,৬৯৮ রান করেছেন শোয়েব মালিক।
৫৮৫ টি-টোয়েন্টি ম্যাচে ১১,৪৭৪ রান করে তালিকায় তিন নম্বরে কায়রন পোলার্ড।
অ্যারন ফিঞ্চ টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে ৩৪৮ ম্যাচ খেলে ১০,৪৯৯ রান করেছেন।
ব্যাটারদের নিয়ে কথা হচ্ছে, আর বিরাট কোহলি থাকবেন না, তা যেন হতেই পারে না। ৩৩০ ম্যাচে ১০৩৭৯ তালিকায় পাঁচ নম্বরে কোহলি।
কোহলির ঠিক পিছনেই রয়েছেন ডেভিড ওয়ার্নার। ৩১৫ টি-টোয়েন্টি ম্যাচে ১০৩৭৩ রান রয়েছে তাঁর।
অভিজাত এই তালিকায় নবতম সংযোজন রোহিত শর্মা। বুধবারই যিনি ৩৭৫তম টি-টোয়েন্টি খেললেন। পূর্ণ করলেন ১০ হাজার রান।
কলকাতা নাইট রাইডার্সের কোচ হয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৭০ ম্যাচে ৯৯২২ রান রয়েছে ম্যাকালামের।
তালিকায় নয় নম্বরে অ্যালেক্স হেলস। ৩৩৬ ম্যাচে ৯৪৭১ রান রয়েছে তাঁর।
দশ নম্বরে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স। ৩৪০ ম্যাচে ৯৪২৪ রান করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -