IPL 2022: সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এবারের আইপিএলে সেরা ৫ অধিনায়ক কে?
মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই এবার খুব একটা ভাল ফর্মে ছিল না টুর্নামেন্টের শুরু থেকে। কিন্তু চল্লিশের ধোনিকে পাওয়া গিয়েছে পুরনো মেজাজে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনও রয়েছেন তালিকায়। রাজস্থানকে প্লে অফে নিয়ে গিয়েছেন সঞ্জু লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থেকে।
গুজরাতকে আইপিএলের প্লে অফে তোলাই শুধু নয়, লিগ টেবিলেও শীর্ষে ছিল এই নতুন দলটি। হার্দিক অধিনায়ক হিসেবে ভীষণ সফল। বল হাতে ঝুলিতে ৪ উইকেট নিয়েছেন।
আইপিএলে সফল অধিনায়কদের মধ্যে প্রথম নাম অবশ্যই কে এল রাহুল। ১৪ ম্যাচে এখনও পর্যন্ত ৫৩৭ রান ঝুলিতে পুরেছেন। দলকেও প্লে অফে তুলে নিয়ে গিয়েছেন।
অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রাহুল। এই মুহূর্তে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এই কর্ণাটকী।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি ম্যাচে ১৩ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। ফিনিশার এমএসডিকে পাওয়া গিয়েছিল সেই ম্যাচে।
এই তালিকায় আরও একজন হার্দিক পাণ্ড্য। গুজরাত টাইটান্সের অধিনায়ক তিনি। এখনও পর্যন্ত ১৩ ম্য়াচে ৪১৩ রান করেছেন।
প্লে অফে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছে ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
সঞ্জু এবারের আইপিএলে একটি ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৯ বলে ৪৬ রান করেছিলেন। কলকাতার বিরুদ্ধে ১৯ বলে ৩৮ রান করেছিলেন।
এখনও পর্যন্ত ব্যাট হাতে ১৪ ম্যাচে ৪৩ রান করেছেন ডু প্লেসি। কাল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে তাঁর দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -