IPL 2022: দুশো করেও হার চেন্নাইয়ের, কোন পথে এল লখনউয়ের প্রথম জয়?
বৃহস্পতিবার আইপিএলে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপারজায়ান্টস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এলএসজি অধিনায়ক কে এল রাহুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমে ব্যাট করে বড় স্কোর তোলে চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে সিএসকে তোলে ২১০/৭।
শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করেন রবিন উথাপ্পা। ইনিংস ওপেন করতে নেমে ২৭ বলে ৫০ রান করেন কর্নাটকের ব্যাটার।
ভিসা জট কাটিয়ে ভারতে পৌঁছে এদিনই প্রথম মাঠে নেমেছিলেন মঈন আলি। গতবার আইপিএলে সিএসকে-কে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম নায়ক। এদিন ২২ বলে ৩৫ রান করে ফেরেন তিনি।
মারমুখী মেজাজে ব্যাট করেছেন শিবম দুবেও। চার নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে ৪৯ রান করেন তিনি।
লখনউ বোলারদের মধ্যে আবেশ খান দুই উইকেট নেন। দুটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই ও অ্যান্ড্রু টাই।
জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেন লখনউ ওপেনাররা। মাত্র ৬২ বলে ৯৯ রান যোগ করেন কে এল রাহুল ও কুইন্টন ডি'কক। ২৬ বলে ৪০ রান করেন রাহুল।
৪৫ বলে ৬১ রান করেন কুইন্টন। তিনিই লখনউয়ের সর্বোচ্চ স্কোরার।
লোয়ার মিডল অর্ডারে ২৩ বলে ৫৫ রান করে দলকে জয়ের সরণিতে পৌঁছে দেন এভিন লুইস। তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় লখনউ।
আইপিএলে পরপর দুটি ম্যাচ হেরে চাপে ধোনিরা। অন্যদিকে প্রথম জয়ের স্বাদ পেল লখনউ। ছবি - আইপিএল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -