IPL 2022: গিলের ব্যাটে ঝড়, বিধ্বংসী ফার্গুসন, দিল্লিকে হেলায় হারাল নবাগত গুজরাত
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলে দুর্দান্ত জয় গুজরাত টাইটান্সের। ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেললেন শুভমন গিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাচের আগে খুনসুটির মেজাজে ২ অধিনায়ক। দিল্লির ঋষভ পন্থ ও গুজরাতের হার্দিক পাণ্ড্য।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ইনিংস ওপেন করে ৪৬ বলে ৮৪ রান করলেন পাঞ্জাবের তারকা ব্যাটার শুভমন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও চারটি ছক্কা।
দিল্লি এখনও পর্যন্ত আইপিএলে ১৪ বার অংশগ্রহণ করেও একবারও ট্রফি জিততে পারেনি। তবে গুজরাত টাইটান্স এই প্রথমবার আইপিএলের মঞ্চে নেমেছে।
১৭২ রান তাড়া করতে নেমে ১৪ রান আগেই থেমে গেল দিল্লি ক্যাপিটালস। হার্দিক পাণ্ড্যর গুজরাতের কাছে হেরে গেল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস
অধিনায়ক হার্দিক পাণ্ড্য ২৭ বলে ৩১ রান করেন। ৮ বলে ১৪ রান করেন রাহুল তেওয়াটিয়া। ডেভিড মিলার ১৫ বলে ২০ রানে অপরাজিত ছিলেন।
বল হাতে জ্বলে উঠলেন লকি ফার্গুসন। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন তিনি।
হার্দিক পাণ্ড্যকেও বল হাতে ছন্দে দেখা গেল ম্যাচে। ভারতের তারকা পেসার মহম্মদ শামি ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট তুলে নিলেন।
মুম্বইয়ের বিরুদ্ধে ললিত যাদব, অক্ষর পটেলরা ঝোড়ো ইনিংস খেলেছিলেন। শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অবশ্য শেষরক্ষা হল না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -