IPL 2022 LSG vs DC: দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে লখনউ
দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে দিল লখনউ সুপারজায়ান্টস। ২ উইকেট নিলেন রবি বিষ্ণোই। দুর্দান্ত বল করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলখনউয়ের হয়ে অর্ধশতরানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক। ৫২ বলে ৮০ রান করেন তিনি।
ডি কক ও রাহুলের পার্টনারশিপেই জয়ের ভিত গড়ে তোলে লখনউ। যদিও রাহুল ২৪ রান করেই আউট হয়ে গিয়েছিলেন।
প্রথমে ব্যাটিং করতে নেমে ধাক্কা খায় দিল্লি। যদিও তা সামলে দলকে দেড়েশার দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন পন্থ ও সরফরাজ জুটি। সরফরাজ ৩৬ রান করেন।
ব্যাট হাতে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। যদিও তা কোনও কাজে এল না।
দিল্লির হয়ে এদিন প্রথম খেলতে নামেন ডেভিড ওয়ার্নার। পৃথ্বী শয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। যদিও ৪ রান করেই প্য়াভিলিয়ন ফেরেন অজি তারকা।
তবে লড়াকু অর্ধশতরান হাঁকান পৃথ্বী শ। ৩৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি।
ম্যাচে হারের সঙ্গে সঙ্গে আরও একটি খারাপ খবর আসে পরবর্তীতে পন্থের জন্য। স্লো ওভার রেটের জন্য তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে।
বল হাতে এদিন দিল্লির সেভাবেই কেউই জ্বলে উঠতে পারেননি। কুলদীপ ২ উইকেট নেন। শার্দুল ও ললিত যাদব ১টি করে উইকেট পান।
দিল্লির হয়ে এই মরসুমে প্রথমবার মাঠে নেমেছিলেন আনরিচ নোখিয়া। কিন্তু দিনটা একদমই ভাল গেল না তাঁর। ২.২ ওভারে ৩৫ রান দিলেন তিনি। কোনও উইকেটও পাননি।
কুলদীপের সঙ্গে ওয়ার্নার। উইকেট পাওয়ার পর সেলিব্রেশন তারকা লেগস্পিনারের। যদিও দলকে জয় এনে দিতে পারেননি তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -