Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2022: ব্যাটারদের কাছে আতঙ্ক! আইপিএলে সবচেয়ে বেশি ডট বল করেছেন যাঁরা
টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট নেওয়ার মতোই সমান গুরুত্ব পায় বোলারদের হাত থেকে বেরনো ডট বল। কোনও বলে কোনও রান না হওয়ার অর্থ চাপ বেড়ে যায় ব্যাটারদের ওপরে। তারপরই ঝুঁকি নিতে গিয়ে উইকেট ছুড়ে আসার সম্ভাবনা তৈরি হয়। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করেছেন ভুবনেশ্বর কুমার। ১৩৩৩টি ডট বল করেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর বলের ঘূর্ণি বুঝতে হিমসিম খান তামাম ব্যাটাররা। আইপিএলে ১৩২৪টি ডট বল করেছেন সুনীল নারাইন। তালিকায় দ্বিতীয়।
আইপিএলের ইতিহাসে ১৩১১ ডট বল করা নজির রয়েছে আর অশ্বিনের। তালিকায় তৃতীয়।
আইপিএলের মঞ্চে ১২৬৮টি ডট বল করেছেন হরবজন সিংহ।
আইপিএলের ইতিহাসে অন্যতম কৃপণ বোলার তিনি। লাসিথ মালিঙ্গা ১১৫৫টি বলে কোনও রান খরচ করেননি।
হরভজনের চেয়ে একটি ডট বল কম করেছেন অমিত মিশ্র। ১১৫৪টি ডট বল করেছেন তিনি।
আইপিএলে ১৬৫টি ম্যাচ খেলে ১১৫১টি ডট বল করেছেন লেগস্পিনার পীযূষ চাওলা।
তালিকায় ৮ নম্বরে প্রবীণ কুমার। ১০৭৬টি ডট বল করেছেন পিকে।
১০৪৫টি ডট বল কর তালিকায় নয় নম্বরে আছেন উমেশ।
তাঁর পরিচিতি, প্রতিষ্ঠা সবটাই আইপিএলে খেলে। যশপ্রীত বুমরা আইপিএলে ১০৩৮টি ডট বল করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -