IPL Record: গেলের রেকর্ড ভাঙবেন কে? দৌড়ে কোহলি, ওয়ার্নার
এবারের আইপিএলে তিনি খেলছেন না। কিন্তু আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে ক্রিস গেলের। ১৪২ ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরি করেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় দুই নম্বরে বিরাট কোহলি। ৫টি সেঞ্চুরি রয়েছে কিংগ কোহলির। আর একটি সেঞ্চুরি করলেই ধরে ফেলবেন গেলকে। আর জোড়া সেঞ্চুরি করলে? ভেঙে যাবে রেকর্ড।
আইপিএলে ১৫০ ম্যাচে ৪টি সেঞ্চুরি রয়েছে ডেভিড ওয়ার্নারের। তালিকায় তিন নম্বরে তিনি।
আইপিএলে সেঞ্চুরির তালিকায় চার নম্বরে রয়েছেন শেন ওয়াটসন। ১৪৫ আইপিএল ম্যাচে ৪টি সেঞ্চুরি রয়েছে প্রাক্তন অজি তারকার।
তাঁকে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি নামে চিনত ক্রিকেট বিশ্ব। উইকেটের চারদিকে শট খেলতে পারেন। সেই এ বি ডিভিলিয়ার্সের আইপিএলে ১৮৪ ম্যাচে তিনটি সেঞ্চুরি রয়েছে।
তালিকায় ছ'নম্বরে সঞ্জু স্যামসন। ১২১ ম্যাচে তিনটি সেঞ্চরি রয়েছে তাঁর।
এবার খেলছেন পাঞ্জাব কিংসে। ১৯২ ম্যাচে দুটি সেঞ্চুরি রয়েছে শিখর ধবনের।
তাঁকে অনেকে টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত মনে করেন না। এবার তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের সর্বোচ্চ স্কোরার। আইপিএলে জোড়া সেঞ্চুরিও রয়েছে অজিঙ্ক রাহানের।
তালিকায় ন'নম্বরে কে এল রাহুল। ৯৪ ম্যাচ খেলে আইপিএলে দুটি সেঞ্চুরি করেছেন।
ক্রিকেট থেকে অবসরের পর তিনি এখন কোচ। কেকেআরের দায়িত্বে রয়েছেন। কিন্তু অমর হয়ে রয়েছে প্রথম আইপিএলের প্রথম ম্যাচে তাঁর সেই বিস্ফোরক ইনিংস। আইপিএলে দুটি সেঞ্চুরি রয়েছে ব্রেন্ডন ম্যাকালামের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -