IPL 2022: টানা হাফডজন হার, আইপিএলে আগেও ২ টো দল এই পরিস্থিতির মুখে পড়েছে
গতকাল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। এই হারের সঙ্গে সঙ্গেই এবারের টুর্নামেন্টে টানা ৬ ম্যাচ হারল রোহিত বাহিনী। (সব ছবি ট্যুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৮ রানে মুম্বইকে হারিয়ে দেয় কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টস।
শনিবারের ম্যাচে হারের সঙ্গে সঙ্গে এবারের টুর্নামেন্টে প্লে অফে পৌঁছোনোর সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল মুম্বইয়ের।
টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই। এখনও পর্যন্ত ৫ বার খেতাব জিতেছে তারা।
তবে এই প্রথমবার টানা ৬ ম্যাচ হারের মুখ দেখতে হল মুম্বইকে। কিন্তু আইপিএলের ইতিহাসে এর আগও দুটো দল এমন পরিস্থিতির সম্মুখিন হয়েছে।
২০১৫ সালের আইপিএলে মুম্বই টানা চারটে ম্যাচ হেরেছিল। কিন্তু এরপর যদিও দারুণভাবে কামব্যাক করে তারা ও ট্রফি জিতেছিল।
২০১৩ সালে দিল্লি ক্যাপিটালস এমনই পরিস্থিতির মুখে পড়েছিল। প্রথম ছয় ম্যাচে টানা হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল তারা।
এরপর ২০১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে আরসিবির পরিস্থিতিও খারাপ ছিল। টানা ৬ ম্যাচ হেরেছিল ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলেও তলানিতে ছিল আরসিবি।
গতকাল হারের পরই সব ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছে রোহিত শর্মা। তবে দল ঘুরে দাঁড়াবে, এই প্রতিজ্ঞাও করেছেন তিনি।
এবারের আইপিএলে রোহিত সহ দলের তারকা ব্যাটারদের ব্যাট চলেনি। জসপ্রীত বুমরাকেও বেশ নিষ্প্রভ লেগেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -