IPL 2022: আইপিএলের দ্রুততম বল! গতি দিয়ে ব্যাটারদের ঘুম উড়িয়েছেন
এবারের আইপিএলে সবচেয়ে জোরে বলটি করেছেন লকি ফার্গুসন। গুজরাত টাইটান্সের পেসার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি বল করেছিলেন, যার গতি ছিল ১৫৩.৯ কিলোমিটার/ঘণ্টা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতি দিয়ে চলতি আইপিএলে ব্যাটারদের কাছে আতঙ্ক হয়ে হাজির হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরন মালিক। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৫৩.৩ কিলোমাটির প্রতি ঘণ্টায় গতিতে একটি বল করেছিলেন। চলতি আইপিএলে দ্বিতীয় দ্রুততম।
ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সিএসকে-র বিরুদ্ধে ঘণ্টায় ১৫৩.১ কিলোমিটার গতিতে একটি বল করেছিলেন উমরন। চলতি টুর্নামেন্টে তৃতীয় দ্রুততম।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫২.৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় একটি বল করেছিলেন জম্মু-কাশ্মীরের পেসার। টুর্নামেন্টে চতুর্থ দ্রুততম।
তালিকায় পাঁচ নম্বরেও উমরন মালিকের নাম। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ১৫২.৪ কিমি প্রতি ঘণ্টায় একটি বল করেছিলেন সানরাইজার্সের পেসার।
তালিকায় ছয় নম্বরেও উমরন। আরসিবির বিরুদ্ধে ১৫১.১ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে একটি বল করেছিলেন তিনি।
টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। গুজরাতের প্রতিপক্ষ ছিল লখনউ। সেই ম্যাচে ঘণ্টায় ১৫০.৪ কিলোমিটার গতিতে বল করেন লকি ফার্গুসন।
চলতি আইপিএলে দ্রুততম বল করার তালিকায় আট নম্বরেও লকি ফার্গুসন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫০.৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে একটি বল করেছিলেন লকি ফার্গুসন।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৫০.১ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছিলেন উমরন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করেছিলেন উমরন। তালিকায় দশ নম্বরে তিনি। (পরিসংখ্যান বুধবারের গুজরাত-হায়দরাবাদ ম্যাচের আগে পর্যন্ত)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -