Top IPL Wicket Keepers: তালিকায় এক বিদেশিও, আইপিএলের জনপ্রিয় উইকেট কিপারদের চিনে নিন
এবারের আইপিএলে জনপ্রিয় উইকেট কিপারদের মধ্যে অন্যতম কুইন্টন ডি কক। প্রোটিয়া এই উইকেট কিপার লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলছেন এই মরসুমে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন ডি কক। ২০১৩ সাল থেকে আইপিএল খেলা ডি কক মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেরিয়ারের দীর্ঘ সময় আইপিএল খেলেছেন।
ভারতীয় উইকেট কিপারদের মধ্যে যাঁরা যাঁরা উল্লেখযোগ্য তাঁদের মধ্যে তরুণ সঞ্জু স্যামসনের নামও থাকবে। রাজস্থান রয়্যালসের অধিনায়কের দায়িত্বও সামলাচ্ছেন তিনি।
রাজস্থান শিবিরে জস বাটলার থাকলেও উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন পন্থই।
তরুণ ভারতীয় উইকেট কিপার ব্য়াটার। ভারতীয় দলের উঠতি তারকা মনে করা হচ্ছে। জাতীয় দলের জার্সিতে তিন ফর্ম্য়াটেই অটোমেটিক চয়েস এখন ঋষভ পন্থ।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থও এই তালিকায় নিঃসন্দেহে জায়গা করে নেবেন।
চলতি আইপিএল দীনেশ কার্তিকের জন্য খবুই স্পেশাল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে এবার আইপিএল খেলছেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় উইকেট কিপার যিনি ২০০-র বেশি ম্যাচ খেলেছেন। ঝুলিতে রয়েছে একশোর বেশি ক্যাচ।
আইপিএলের জনপ্রিয় উইকেট কিপার হোক বা বিশ্বের জনপ্রিয় উইকেট কিপার হোক। তালিকায় সর্বপ্রথম যে নামটি ভেসে আসে, তার নাম মহেন্দ্র সিংহ ধোনি।
গতকাল উইকেট কিপার হিসেবে আরও একটা রেকর্ড গড়়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে প্রথম উইকেট কিপার হিসেবে দুশো ক্যাচ শিকার করলেন ধোনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -