IPL 2022: কলকাতায় পৌঁছলেন কিংগ কোহলি, হোটেলে দলের মেন্টরের ভূমিকায়
আইপিএলের (IPL) প্লে অফ খেলতে কলকাতায় পৌঁছে গেলেন কিংগ কোহলি। আর শহরে পা রেখেই নিলেন শপথ। অধরা আইপিএল ট্রফি জেতার। যা তাঁর অধরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরও যে ট্রফির স্বাদ পায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতায় টিমহোটেলে পৌঁছেই বিরাট কোহলি (Virat Kohli) সতীর্থদের বলে দিলেন, অন্য দলের জন্য প্লে অফের যোগ্য়তা পাওয়া গিয়েছে। তবে প্লে অফে নিজেদের ম্যাচ জিততে হবে। তারপর জিততে হবে ফাইনালও।
আইপিএলের ইতিহাসে তিন-তিনবার ফাইনালে উঠেছে আরসিবি। কিন্তু কোনওবারই শেষরক্ষা হয়নি।
একবার ডেকান চার্জার্সের কাছে হারতে হয়েছিল। একবার ফাইনালে তাদের পরাস্ত করে চেন্নাই সুপার কিংস।
আর ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ বিরাটের আরসিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
এবার ফের প্লে অফে উঠেছে আরসিবি। একটা সময় পর্যন্ত অনিশ্চয়তা ছিল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে হারালে তবেই আরসিবির প্লে অফে ওঠার সুযোগ ছিল। শেষ পর্যন্ত তাই হল।
বুধবার ইডেনে এলিমিনেটর ম্যাচে লখনউ সুপারজায়ান্টসের মুখোমুখি আরসিবি। লখনউ সোমবার থেকেই নেমে পড়ল প্র্যাক্টিসে। আর আরসিবি কলকাতায় পৌঁছল সোমবার বিকেলে। দিনটি বিশ্রামেই কাটালেন ক্রিকেটারেরা।
তারই মাঝে হোটেলে একটা ছোটখাট টিমমিটিং সেরে ফেলেন আরসিবি ক্রিকেটারেরা। সেখানেই বক্তব্য রাখেন কোহলি। নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে আরিসিবি দলের একজন বললেন, 'বিরাটভাই সকলকে মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করেছে। বলেছে, প্লে অফে উঠতে পেরেছি অন্য দলের ভরসায়। কিন্তু এবার আমাদের নিজেদের হাতেই নিজেদের ভাগ্য। নিজেদের দক্ষতায় প্লে অফ জিততে হবে। নিজেদের দমে ট্রফি জিতে দেখাতে হবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -