IPL 2023 Auction: আইপিএল নিলামে এই বিদেশি তারকারা চড়া দামে বিক্রি হতে পারেন
গত মরসুমের আইপিএলে চোটের কারণে খেলতে পারেননি স্যাম কারান। তবে এবারের আইপিএলে তিনি খেলবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুর্দান্ত বোলিংয়ের সুবাদে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন ইংরেজ অলরাউন্ডার। তাই তাঁকে নিয়ে দর হাঁকাহাঁকি হওয়ার সম্ভাবনা প্রবল।
কারানের মতোই আরেক তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের জন্যও অনেক দলই দর হাঁকাতে পারে।
ব্যাট হাতে টপ অর্ডার বা মিডল অর্ডার, উভয় স্থানেই খেলতে পারেন গ্রিন। ১৪০-র অধিক গতিতে বল করতেও সক্ষম তিনি।
বেন স্টোকসকে নিয়ে নতুন করে বলার তেমন কিছু নেই। যে কোনও পরিস্থিতিতে যে কোনও ফর্ম্যাটে একা হাতেই ম্যাচ ঘোরাতে সক্ষম স্টোকস।
গত মরসুমে তিনি আইপিএলে খেলেননি। তবে এ মরসুমের নিলামের জন্য নাম লিখিয়েছেন স্টোকস।
সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কেন উইলিয়ামসনের দীর্ঘদিনের সম্পর্কে ইতি পড়েছে। ব্যাট হাতে তিনি বিশ্বের অন্যতম সেরা।
কেনের আইপিএল তাঁর রেকর্ডও দুর্দান্ত এবং অতীতে তাঁর অধিনায়কত্বে সানরাইজার্স ফাইনালও খেলেছে। তাই কেনকে দলে নিতে অনেকেই আগ্রহী হবে।
এর আগে কোনওদিনও আইপিএলে খেললেনি ইংল্যান্ড তারকা জো রুট। তবে তাঁর দক্ষতা কারুরই অজানা নয়।
যে ফ্রাঞ্চাইজিগুলি নিজেদের দলে এমন একজন ব্যাটার চান যে ক্রিজে দীর্ঘক্ষণ থেকে ইনিংসকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জন্য রুট কিন্তু আদর্শ বিকল্প হতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -