IPL 2023 Auction: আইপিএল নিলামে এই বিদেশি তারকারা চড়া দামে বিক্রি হতে পারেন

IPL Auction: গতবারের তুলনায় এবার ছোট আকারের নিলাম আয়োজিত হচ্ছে। কোচিতে ২৩ ডিসেম্বর, শুক্রবার এবারের নিলাম আয়োজিত হবে।

স্যাম কারান (ছবি: আইপিএল টুইটার)

1/10
গত মরসুমের আইপিএলে চোটের কারণে খেলতে পারেননি স্যাম কারান। তবে এবারের আইপিএলে তিনি খেলবেন।
2/10
দুর্দান্ত বোলিংয়ের সুবাদে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন ইংরেজ অলরাউন্ডার। তাই তাঁকে নিয়ে দর হাঁকাহাঁকি হওয়ার সম্ভাবনা প্রবল।
3/10
কারানের মতোই আরেক তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের জন্যও অনেক দলই দর হাঁকাতে পারে।
4/10
ব্যাট হাতে টপ অর্ডার বা মিডল অর্ডার, উভয় স্থানেই খেলতে পারেন গ্রিন। ১৪০-র অধিক গতিতে বল করতেও সক্ষম তিনি।
5/10
বেন স্টোকসকে নিয়ে নতুন করে বলার তেমন কিছু নেই। যে কোনও পরিস্থিতিতে যে কোনও ফর্ম্যাটে একা হাতেই ম্যাচ ঘোরাতে সক্ষম স্টোকস।
6/10
গত মরসুমে তিনি আইপিএলে খেলেননি। তবে এ মরসুমের নিলামের জন্য নাম লিখিয়েছেন স্টোকস।
7/10
সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কেন উইলিয়ামসনের দীর্ঘদিনের সম্পর্কে ইতি পড়েছে। ব্যাট হাতে তিনি বিশ্বের অন্যতম সেরা।
8/10
কেনের আইপিএল তাঁর রেকর্ডও দুর্দান্ত এবং অতীতে তাঁর অধিনায়কত্বে সানরাইজার্স ফাইনালও খেলেছে। তাই কেনকে দলে নিতে অনেকেই আগ্রহী হবে।
9/10
এর আগে কোনওদিনও আইপিএলে খেললেনি ইংল্যান্ড তারকা জো রুট। তবে তাঁর দক্ষতা কারুরই অজানা নয়।
10/10
যে ফ্রাঞ্চাইজিগুলি নিজেদের দলে এমন একজন ব্যাটার চান যে ক্রিজে দীর্ঘক্ষণ থেকে ইনিংসকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জন্য রুট কিন্তু আদর্শ বিকল্প হতে পারেন।
Sponsored Links by Taboola