Hardik Pandya: মুম্বই ইন্ডিয়ান্স দলে একঘরে হার্দিক! জল্পনা উস্কে দিল ধোনিকে নিয়ে করা মন্তব্য
গুজরাত টাইটান্স ছেড়ে যখন তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন, আর রোহিত শর্মাকে সরিয়ে তাংকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হল, তখন থেকে বিতর্কে দগ্ধ হচ্ছেন হার্দিক পাণ্ড্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে ভাল জায়গায় নেই মুম্বই ইন্ডিয়ান্স। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে হেরে গিয়েছে মুম্বই।
রবিবার রুতুরাজ গায়কোয়াড়-ধোনিদের চেন্নাই সুপার কিংসের কাছে ২০ রানে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স।
তারপরই হার্দিকের একটি মন্তব্য় নিয়ে জলঘোলা হচ্ছে।
হার্দিক বলেন, 'ওদের উইকেটের পিছনে এমন একটা লোক থাকে যে জানে কোনটায় কাজ দেয়।'
সেই মন্তব্য শুনে অনেকের মনে হয়েছে, ধোনির মতো কি তবে কেউ নেই তাঁর দলে? তিনি কি নিজের দলেই একা?
জল্পনা উস্কে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট জানিয়েছেন, নিশ্চয়ই সব কিছু ঠিক নেই মুম্বই ইন্ডিয়ান্সে।
হার্দিকের মুখে ধোনির প্রশংসা শুনে গিলক্রিস্ট বলেছেন, 'ধোনিকে নিয়ে বলা কথাটা খুব আগ্রহজনক। যেন মনে হচ্ছে নিজের দলেই একা হার্দিক।'
গিলক্রিস্ট বলেছেন, 'ওর এই কথা থেকে মনে হচ্ছে দলে সমর্থন পাচ্ছে না। হার্দিকের এই মুহূর্তের মানসিক অবস্থা ফুটে উঠছে এই কথায়।'
৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছেন হার্দিকরা। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -