Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Sunil Narine: আউট হয়েও মিলল বাহবা, বিধ্বংসী শতরানে ইডেন মাতালেন নারাইন
মঙ্গলবারের ইডেন গার্ডেন্স সাক্ষী হয়ে থাকল নারাইন স্পেশালের। বল হাতে নয়, ব্যাট হাতে ইডেন মাতালেন নারাইন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৬ বলে খেললেন ১০৯ রানের ইনিংস। ১৩টি চার ও ছয়টি ছক্কায় সাজানো ছিল নারাইনের ইনিংস।
আইপিএল কেরিয়ারের প্রথম শতরান হাঁকালেন তিনি। ম্যাকালামের ১৬ বছর পর আবারও সেঞ্চুরি দেখা গেল এক বিদেশি নাইট তারকার ব্যাট থেকে।
২০২৪ সালে ব্যাটার সুনীল নারাইনের নবজন্ম ঘটেছে যেন। গৌতম গম্ভীরের প্রত্যাবর্তানের সঙ্গে সঙ্গেই কাকতালীয়ভাবে নারাইনের ব্যাটও কথা বলছে।
বিগত তিন মরশুমে নারাইনের মোট সংগ্রহ ছিল যথাক্রমে ৬২, ৭১ ও ২১।
সেখানে এ মরশুমে ইতিমধ্যেই ছয় ম্যাচে ৪৬-র গড় এবং ১৮৭-র অধিক স্ট্রাইক রেটে ২৭৬ রান করে ফেলেছেন তিনি। তাই ব্যাটার হিসাবে যে তাঁর পুনর্জন্ম ঘটেছে তা বলাই বাহুল্য।
নারাইন কিন্তু একসময় ত্রিনিদাদের দলে সুযোগ না পেয়ে ক্রিকেট খেলাই ছেড়ে দেবেন বলে ভেবেছিলেন।
তবে বাবা মারা যাওয়ার পর তাঁর বাবার আস্থাকে সম্মান জানাতেই তিনি ব্যাটিংয়ে মনোনিবেশ করেন।
কেকেআর যে তার জন্য লাভবান হচ্ছে তা বলাই বাহুল্য। নারাইনের নির্ভীক, দ্রত গতির ব্যাটিং নাইটদের ইনিংসের শুরুটা ভালভাবে করতে সাহায্য করছে।
সোমবারের ইডেন ফের একবার তাঁর নিদর্শন দেখল। নারাইনের ব্যাটিং দেখে তাঁকে আউট করেও কুর্নিশ জানালেন ট্রেন্ট বোল্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -