Ravindra Jadeja: এক-দুটি নয়, একেবারে রেকর্ডের হ্যাটট্রিক! আইপিএলে বিরল কীর্তি স্যর জাডেজার

তিনি মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করবেন। প্রকৃত অর্থেই অলরাউন্ডার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বল হাতে দুরন্ত স্পেল করতে পারেন। ভেঙে দিতে পারেন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ।

ব্যাটে বিগহিটার। তিনি ক্রিজে থাকা মানে কোনও প্রতিপক্ষই স্বস্তিতে থাকবে না। চার-ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
ফিল্ডিংয়ে বিশ্বের অন্যতম সেরা। তাঁর পাশ দিয়ে বল গলিয়ে দেবেন, কোন ব্যাটারের সাধ্যি।
তিনি, স্যর রবীন্দ্র জাডেজা। সোমবার চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জয়ের সারথি।
৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তিন উইকেট। ম্যাচের রং পাল্টে দেন জাড্ডুই।
ফিল্ডিং করার সময় দুটি ক্যাচও নিয়েছেন জাডেজা। তাঁকেই ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে।
আইপিএলে এমন একটি কীর্তি গড়লেন জাডেজা, যা আর কারও নেই।
প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ব্যাটে এক হাজার রান, বল হাতে একশো উইকেট ও একশো ক্যাচের মালিক হলেন জাডেজা।
সিএসকে শিবিরের সেরা অস্ত্র স্যর জাডেজাই। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -