IPL 2024: ষোলকলা পূরণ করার পালা, আজ কখন, কোথায় দেখবেন কেকেআর-হায়দরাবাদ আইপিএল ফাইনাল?
আজ আইপিএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ। আপনি তৈরি তো ফাইনালে টিভিতে চোখ রাখার জন্য?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনি কি জানেন, কখন থেকে শুরু খেলা? কোথায়ই বা হতে চলেছে আইপিএলের ফাইনাল খেলা?
আজ আইপিএলের ফাইনালটি আয়োজিত হতে চলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। খেলাটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে।
প্লে অফেও এই দুটো দল মুখোমুখি হয়েছিল আগে। সেই ম্য়াচে অবশ্য মিচেল স্টার্কের আগুনে পেসের সামনে হায়দরাবাদের ব্যাটিং ভেঙে পড়েছিল। সেই ম্য়াচে বড় রান বোর্ডে তুলতে পারেনি সানরাইজার্স।
ম্য়াচে কেকেআর হেসেখেলে জয় ছিনিয়ে নিয়েছিল। প্রথম দল হিসেবে চলতি আইপিএলের ফাইনালেও পৌঁছেছিল কেকেআর।
এর আগে ২০১২ সালেও এই চিপকেই আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে জিতেছিল কেকেআর। প্রথমবার আইপিএল জেতে সেবার নাইট রাইডার্স।
সেবার গৌতম গম্ভীর ছিলেন নাইট রাইডার্সের অধিনায়ক। এবারও গম্ভীর কেকেআর শিবিরের সঙ্গে যুক্ত আছেন। তবে মেন্টর হিসেবে রয়েছেন দলের সঙ্গে।
হায়দরাবাদ লিগ পর্যায়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে পৌঁছেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদ এর আগে ২০১৬ সালে শেষবার আইপিএল জিতেছিল। সেবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে খেলতে নেমেছিল সানরাইজার্স।
গতকাল আইপিএলের শেষ ফটোসেশনে উপস্থিত ছিলেন শ্রেয়স ও কামিংস। মারিনা বিচে, অটোরিক্সয় বিভিন্ন মেজাজে দেখা যায় ২ অধিনায়ককে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -