IPL 2024: মেয়েকে নিয়ে জমিয়ে রং খেললেন রোহিত, ওয়ার্নারের সঙ্গে 'পুষ্পা রাজ' বাংলার পেসারের
সোমবার রঙের উৎসব। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। দোলপূর্ণিমায় মাতোয়ারা বাংলাও। রাজ্যের প্রতি কোণায় পালিত হচ্ছে বসন্ত উৎসব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর শহরে থেকে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির দোল পালন করবে না, তাই আবার হয় নাকি! জমিয়ে রং খেললেন নাইট ক্রিকেটারেরাও।
অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) গালে আবির লাগিয়ে দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মেন্টরের গালে পাল্টা রং বুলিয়ে দিলেন কেকেআরের ক্যাপ্টেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জয়ের নায়ক হর্ষিত রানাকে দেখা গেল স্মোক ক্যানিস্টার হাতে। সঙ্গে চেতন সাকারিয়া, সূয়স শর্মা, বৈভব অরোরা-সহ নাইট শিবিরের অন্যরা। দোল পূর্ণিমায় বাইপাসের ধারে টিমহোটেলে জমিয়ে উপভোগ করলেন কেকেআর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।
বসন্ত উৎসবে মাতল দিল্লি ক্যাপিটালস শিবিরও। আইপিএলের শুরুটা ভাল হয়নি ঋষভ পন্থদের। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছিল।
তবে রঙের উৎসবে হাসিখুশি মেজাজে দেখা গেল কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, অক্ষর পটেলদের।
পৃথ্বী শ, ইশান্তরা জমিয়ে একে অন্যকে রং, আবির লাগালেন। একসঙ্গে চলল খাওয়াদাওয়া। ছবি তোলা।
বাংলার মুকেশ কুমার রয়েছেন দিল্লি ক্যাপিটালসে। আইপিএলে বাংলার ক্রিকেটারদের মধ্যে সর্বকালের সর্বোচ্চ দর পেয়েছিলেন ডানহাতি পেসার। তিনি ডেভিড ওয়ার্নারকে রং মাখিয়ে দিলেন। তারপর অস্ট্রেলিয়ার কিংবদন্তির সঙ্গে ছবিও তুললেন। পুষ্পা রাজ, ঝুঁকেগা নহী শালা... পোজ দিলেন মুকেশ ও ওয়ার্নার।
মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও হোলি পালন করা হল। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরে যেতে হয়েছে হার্দিক পাণ্ড্যদের। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই পরাজয় হজম করতে হয়েছে হার্দিককে।
রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকী, রোহিত ও হার্দিকের সম্পর্ক নিয়েও অনেক জল্পনা ছড়িয়েছিল। তবে রঙের উৎসবে সামিল হলেন রোহিত। জমিয়ে খেললেন হোলি।
মেয়ে সামাইরার সঙ্গে রোহিতকে দেখা গেল উৎসবের মেজাজে। হাতে পিচকিরি বন্দুক। সামাইরার সঙ্গে রঙ খেললেন রোহিত। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন রোহিত। সঙ্গে লেখেন, 'একটু রং, একটু মজা'। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবি - ফেসবুক থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -