KKR IPL 2024: রান তাড়া করলেই ভয়ঙ্কর হয়ে উঠছে কেকেআর, কাঁপছে বিপক্ষরা
আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কোয়ালিফায়ার ওয়ানে ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে দুরমুশ করেছেন নাইটরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবারের আইপিএলে এক অদ্ভুত রেকর্ড গড়ে ফেলেছে কেকেআর। যা তাদের শক্তির পরিচয়ও দিচ্ছে।
চলতি আইপিএলে রান তাড়া করে সব ম্যাচে জিতেছে কেকেআর। চারটি ম্যাচে রান তাড়া করতে হয়েছিল নাইটদের। সবকটিই জিতেছেন শ্রেয়স আইয়াররা।
যে ক'টি ম্যাচে রান তাড়া করে জিতেছে কেকেআর, তার কোনওটিতেই আউট হননি শ্রেয়স আইয়ার। মঙ্গলবারও অপরাজিত হাফসেঞ্চুরি করে ম্যাচ জেতান দলকে।
রান তাড়া করার ক্ষেত্রে আন্দ্রে রাসেল ও রামনদীপ সিংহকে এখনও অবধি ব্যাটিং করার জন্য নামতেই হয়নি।
রান তাড়া করার সময় লক্ষ্যপূরণ করতে ১৭ ওভারের বেশি লাগেনি কেকেআরের। সে লক্ষ্য যত বড়ই হোক না কেন, হেসেখেলে ম্যাচ জিতেছেন নাইটরা।
রান তাড়া করার ক্ষেত্রে সব দলেরই অন্যতম বড় কৌশল হল, পাওয়ার প্লে-র ফিল্ডিং বিধিনিষেধের ফায়দা তোলা।
পাওয়ার প্লে-র ৬ ওভার ৩০ গজের বৃত্তের বাইরে মাত্র চারজন ফিল্ডার থাকেন। সেই সুযোগ কাজে লাগিয়ে উঁচু শট খেলার ঝুঁকি নেন ব্যাটাররা। যাতে দ্রুত চার-ছক্কা মেরে বোলারদের চাপে ফেলে দেওয়া যায়।
আর এই ব্যাপারে সিদ্ধহস্ত কেকেআর। রান তাড়া করার ক্ষেত্রে পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে ৬০ বা তার বেশি রান তুলে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিচ্ছে কেকেআর।
রবিবার ফাইনালেও কি রান তাড়া করার কৌশলই নেবে কেকেআর? দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -