Shah Rukh Khan: পয়মন্ত বাজিগর, চারে চার করে ইডেনের মন জিতলেন, দলের জুনিয়রদের জন্য বিশেষ বার্তা
KKR vs LSG: নববর্ষের ইডেন মাতালেন শাহরুখই। চলতি মরশুমে পাঁচটি ম্যাচ খেলেছে কেকেআর। তার মধ্যে চারটি ম্যাচ জিতেছে। সেই চার ম্যাচেই মাঠে ছিলেন পয়মন্ত শাহরুখ।
ইডেনে বাজিগর। - পিটিআই
1/10
বাংলা নববর্ষ। তার ওপর আইপিএলে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। উৎসব আর বিনোদনের ককটেল।
2/10
আর সেই ম্যাচ দেখতে হাজির হয়ে গেলেন শাহরুখ খান। যাঁকে বলা হয় কেকেআরের সেরা চিয়ারলিডার।
3/10
সঙ্গে কন্যা সুহানা, কনিষ্ঠ পুত্র আব্রাম ও অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে।
4/10
ম্যাচে বিভিন্ন মেজাজে দেখা গেল কিংগ খানকে। মাঝে মধ্যেই ইডেনের বি ব্লকের ভিআইপি বক্সের ব্যালকনিতে এসে গ্যালারিকে তাতালেন। আরও জোরে চিৎকার করার ইশারা করলেন।
5/10
ম্যাচ শেষ হতেই মাঠে প্রবেশ করলেন শাহরুখ। জড়িয়ে ধরলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারকে।
6/10
ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল শাহরুখকে।
7/10
সুজনের কাছে ইডেনের পিচের প্রশংসা করেছেন শাহরুখ। মজা করে বলেছেন, ছেলেরা যা বায়না করে তা তো আপনি সব সময় দেন না।
8/10
নববর্ষের ইডেন মাতালেন শাহরুখই। চলতি মরশুমে পাঁচটি ম্যাচ খেলেছে কেকেআর। তার মধ্যে চারটি ম্যাচ জিতেছে।
9/10
সেই চার ম্যাচেই মাঠে ছিলেন পয়মন্ত শাহরুখ।
10/10
ম্যাচের পর মাঠ প্রদক্ষিণ করেন শাহরুখ। কেকেআরের ড্রেসিংরুমে গিয়ে বলেন, 'সিনিয়র ও আন্তর্জাতিক ক্রিকেটারেরা দলের জুনিয়র ক্রিকেটারদের তৈরি করে নাও।' ছবি - পিটিআই, আইপিএল ও নিজস্ব চিত্র
Published at : 15 Apr 2024 12:14 AM (IST)