KKR vs PBKS: ঘরের মাঠে কেকেআরের সর্বোচ্চ স্কোর, ওপেনিং জুটির কীর্তি, ইডেনে রেকর্ডের ছড়াছড়ি
ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের। প্রথমে ব্যাট করে কেকেআর তুলল ২৬১/৬। ইডেনে আইপিএলে এটাই সর্বোচ্চ দলগত স্কোর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবারের ম্যাচে কেকেআর ব্যাটাররা মোট ১৮টি ছক্কা মেরেছে। কোনও এক ইনিংসে কেকেআর ব্যাটারদের মারা ছক্কার সংখ্যার নিরিখে এটা যুগ্মভাবে শীর্ষে। এর আগে চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৮টি ছক্কা মেরেছিলেন কেকেআরের ব্যাটাররা।
ইডেনে এটাই কেকেআরের সর্বোচ্চ স্কোর।
এর আগে ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৩২/২ তুলেছিল কেকেআর। সেটাই এতদিন এই মাঠে নাইটদের সর্বোচ্চ ইনিংস ছিল।
ফিল সল্ট ও সুনীল নারাইন ওপেনিং পার্টনারশিপে ৬২ বলে ১৩৮ রান যোগ করলেন। ইডেনে এটাই সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে দুবার আড়াইশো বা তার বেশি স্কোর করল কেকেআর।
গোটা বিশ্বে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে একমাত্র সারে ও সানরাইজার্স হায়দরাবাদের তিনবার করে আড়াইশো বা তার বেশি রান তোলার নজির রয়েছে।
স্যাম কারানের ৪ ওভারে উঠল ৬০ রান। পাঞ্জাব কিংসের বোলারদের মধ্যে আইপিএলে যা পঞ্চম সর্বোচ্চ।
স্যাম কারান ও কাগিসো রাবাডা এ নিয়ে আইপিএলে ৬ বার করে পঞ্চাশ বা তার বেশি রান দিলেন। আইপিএলে যা দ্বিতীয় সর্বোচ্চ। মোহিত শর্মা সর্বোচ্চ সাতবার পঞ্চাশ বা তার বেশি রান খরচ করেছেন।
কেকেআরের পাঁচ ব্যাটার দুশো বা তার বেশি স্ট্রাইক রেট রেখে রান করেছেন শুক্রবার। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -