SRH vs MI: উপ্পলের ২২ গজে আজ মেগা মহারণ, সানরাইজার্স-মুম্বই দ্বৈরথে নজর থাকবে যাঁদের ওপর
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ২৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন হেনরিক ক্লাসেন। তিনি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক। ২৯ বলে ৪৩ রান করেছিলেন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ব্যাটিং বিভাগে কিন্তু হিটম্য়ানের দিকেই তাকিয়ে থাকবে মুম্বই শিবির।
কেকেআরের বিরুদ্ধে গত ম্য়াচে সানরাইজার্সের সবচেয়ে সফল বোলার ছিলেন টি নটরাজন। নিজের ৪ ওভারের স্পেলে ৩২ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন তিনি।
প্যাট কামিন্সের দিকে তাকিয়ে থাকবে সবাই। এইডেন মারক্রামকে সরিয়ে তাঁকে অধিনায়ক বানিয়ে দলে এনেছে কলমা বাহিনী। দলকে সাফল্য এনে দিতে পারবেন কি অজি তারকা?
৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। তিনটি বাউন্ডারি ও ২টো ছক্কা ছিল তাঁর ইনিংসে। আজকের ম্য়াচেও বেবি এবির ব্যাটে ঝড় উঠবে?
সানরাইজার্সের বোলিং লাইন আপ শক্তিশালী। ভুবনেশ্বর, নটরাজনের সঙ্গে রয়েছেন বাঁহাতি ইয়েনসেন। কামিন্স নিজে রয়েছেন।
হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে মুম্বই প্রথমবার খেলতে নেমেছিল আইপিএলে। ম্য়াচ হারার সঙ্গে সমালোচনাও সহ্য করতে হয়েছিল বঢোদরার অলরাউন্ডারকে। আজ কি জয়ের সরণিতে দলকে ফিরিয়ে আনতে পারবেন?
অভিষেক শর্মা রয়েছেন সানরাইজার্স দলে। পাওয়ার প্লে-তে বড় শট খেলতে ওস্তাদ। কেকেআরের বিরুদ্ধে ১৯ বলে ৩২ রান করেছিলেন। আজ বুমরার সামনে কি টিকতে পারবেন?
অবশ্যই তালিকায় থাকবেন যশপ্রীত বুমরা। তারকা ডানহাতি পেসারের আগের ম্য়াচে ৪ ওভারে ১৪ রান খরচ করে ৩ উইকেট নেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -