IPL 2024: নিজেদের দলের ফাইনালের টিকিট পাকা করতে আজ এই ১০ ক্রিকেটার জ্বলে উঠতে পারেন ২২ গজে
অবশ্যই এই তালিকায় থাকবেন সুনীল নারাইন। ব্যাট হাতে নবজন্ম হয়েছে ক্যারিবিয়ান তারকার। ১৮২ স্ট্রাইক রেট। ৩টি অর্ধশতরান ও একটি সেঞ্চুরি ঝুলিতে পুরেছেন। বল হাতেও এখনও পর্যন্ত চলতি মরশুমে সবচেয়ে কম ইকনমি রেট। ঝুলিতে ১৫ উইকেটও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ট্রাভিস হেড। ১২ ম্য়াচে ৫৩৩ রান করেছেন। ২০১ স্ট্রাইক রেট। চারটি অর্ধশতরান ও একটি সেঞ্চুরি ঝুলিতে পুরেছেন।
আন্দ্রে রাসেল তালিকায় রয়েছেন। ৯ ইনিংসে ২২২ রান করেছেন। একটি অর্ধশতরান ও ঝুলিতে ১৫ উইকেট। অলরাউন্ডার রাসেলের পারফরম্যান্স কিন্তু হায়দরাবাদের চিন্তার কারণ হতে পারে।
অভিষেক শর্মা এই লিস্টে সবচেয়ে তরুণ। ৪১ ছক্কা হাঁকানো অভিষেক ১৩ ইনিংসে ৪৬৭ রান করেছেন বাঁহাতি ওপেনার।
বরুণ চক্রবর্তী কেকেআরের জার্সিতে চলতি মরশুমে ১৩ ইনিংসে ১৮ উইকেট নিয়েছেন। নারাইনের পাশাপাশি এই স্পিনারের চারটি ওভার খেলাও চ্যালেঞ্জ হায়দরাবাদের ব্যাটারদের।
মিচেল স্টার্ক এখনও পর্যন্ত নিজের সেরা পারফরম্য়ান্স দিতে পারেননি। কিন্তু প্লে অফে কিন্তু বাঁহাতি অজি পেসারকে বিধ্বংসী মেজাজে দেখা যেতেই পারে।
টি নটরাজন এই তালিকায় থাকবেন। ১১ ম্য়াচে ১৭ উইকেট নিয়েছেন। ডেথ ওভার স্পেশালিস্ট। রাসেল ঝড় থামানোর জন্য কামিন্সের তুরুপের তাস হতে পারেন এই ভারতীয় পেসার।
হেনরিচ ক্লাসেন হায়দরাবাদের মিডল অর্ডারের স্তম্ভ। প্রথম কয়েকটি বল ক্রিজে সেট হয়ে গেলেই ভয়ঙ্কর হয়ে ওঠেন। সব বলই মাঠের বাইরে পাঠানোর ক্ষমতা রাখেন।
রিঙ্কু সিংহ। কেকেআরের প্রাণভোমরা। কিন্তু চলতি মরশুমটা ভাল যাচ্ছে না এই বাঁহাতি তরুণের। আজ কি কিছু মিরাক্যাল হবে?
এই তালিকায় শেষে থাকবেন প্যাট কামিন্স। হায়দরাবাদ অধিনায়ক ১৩ ম্য়াচে ১৫ উইকেট নিয়েছেন। তাঁর ক্ষুরধার নেতৃত্বগুণ ক্ষমতা হায়দরাবাদ শিবিরের প্লাস পয়েন্ট এবারের আইপিএলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -