Rinku Singh: ভারতীয় দলে উপেক্ষার শিকার, রিঙ্কুর মনোবল ঠিক রাখতে এই বিশেষ উদ্যোগ শাহরুখের
গত আইপিএলে (IPL 2024) যশ দয়ালের (Yash Dayal) শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে দলকে জেতানো দিয়ে শুরু। রাতারাতি নায়ক হয়ে গিয়েছিলেন রিঙ্কু সিংহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা নাইট রাইডার্সের (KKR) ফিনিশার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন দ্রুত। চাপের মুখে বরফশীতল স্নায়ু, ক্লিনহিটের দক্ষতা, দলের সম্পদ হয়ে উঠেছিলেন উত্তর প্রদেশের বাঁহাতি তারকা।
অচিরেই জাতীয় দলে ডাক। ভারতীয় দলের জার্সিতেও নজরকাড়া পারফরম্যান্স। সকলে ধরেই নিয়েছিলেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ডাক পাবেন কেকেআর তারকা।
কিন্তু জাতীয় নির্বাচকেরা তা মনে করেননি। রিঙ্কুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে রাখেনি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তারপর থেকেই সমালোচনার ঝড়।
ইরফান পাঠান থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কোন যুক্তিতে দলে চারজন স্পিনার রেখে রিঙ্কুকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে, জোরালভাবে সেই প্রশ্নও তোলা হচ্ছে। বিশেষ করে দলে বাঁহাতি স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা থাকা সত্ত্বেও অক্ষর পটেলকে কেন রাখা হল, কী কারণে সেই জায়গায় রাখা হল না রিঙ্কুকে, তা নিয়ে তোলপাড় চলছে।
আর এই পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারকে আগলে রাখার দায়িত্ব নিয়েছেন আর কেউ নন, স্বয়ং কিংগ খান। কেকেআর মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) রিঙ্কুকে মানসিকভাবে তরতাজা রাখার চেষ্টা করছেন। আইপিএল চলছে পুরোদমে। প্লে অফে ওঠার লড়াইয়ে রয়েছে কেকেআর। যেদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা করা হল, সেদিনই কেকেআর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা উড়ে গেলেন মুম্বইয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে।
image 3
তবে দলের সঙ্গে একই বিমানে যাননি রিঙ্কু। মঙ্গলবার দুপুরের ফ্লাইটে মুম্বই রওনা হন শ্রেয়স আইয়ার, সুনীল নারাইনরা। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ ছিল কেকেআরের। সেই ম্যাচ দেখতে কলকাতায় এসেছিলেন শাহরুখ। তিনি মঙ্গলবার সন্ধ্যার বিমানে কলকাতা থেকে মুম্বই রওনা দেন।
কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শাহরুখের কথাতেই তাঁর সঙ্গে রিঙ্কুর বিমানের টিকিট কাটা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে নিজেকে না দেখে রিঙ্কু যে হতাশ হবেন, ভালই জানেন শাহরুখ। তবে আইপিএলের মাঝপর্বে তিনি যেন হতোদ্যম না হয়ে পড়েন, সে ব্যাপারে উদ্যোগী হলেন স্বয়ং বাজিগর। সেই কারণেই রিঙ্কুকে আগলে রেখেছেন টিম মালিক।
জানা গেল, রিঙ্কুকে ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন শাহরুখ। নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি স্ট্যান্ড বাই থেকে তিনি যে মূল দলে চলে আসতেও পারেন, সেই আশার আলোও রিঙ্কুকে দেখিয়েছেন বাদশা। ছবি - পিটিআই, কেকেআর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -