IPL Record: উইকেটের পেছনে থেকে ম্য়াচ ঘুরিয়ে দিয়েছেন তাঁরা, আইপিএলে সবচেয়ে সফল উইকেটকিপার কে?
উইকেটের পেছনে আইপিএলে সবচেয়ে সফল প্লেয়ারটি হলেন মহেন্দ্র সিংহ ধোনি। সিএসকের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন গত মরশুম পর্যন্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোট ১৮৩টি শিকার রয়েছে ধোনির। তার মধ্যে ১৪১টি ক্যচ ও ৪২টি স্টাম্প করেছেন মাহি।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। তিনি মোট ১৬৯টি শিকার করেছেন উইকেটের পেছনে।
কার্তিক মোট ৮৪টি ক্যাচ নিয়েছেন উইকেটের পেছনে। অন্য়দিকে ২৬টি স্টাম্প করেছেন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গুজরাত টাইটান্সের উইকেট কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। তিনি মোট ১১০টি শিকার করেছেন।
ঋদ্ধিমান তাঁৎ আইপিএল কেরিয়ারে ৮৪ টি ক্যাচ নিয়েছেন, ২৬টি স্ট্যাম্প করেছেন।
রবিন উথাপ্পা উইকেটের পেছনে আইপিএলের মঞ্চে মোট ৯০টি শিকার করেছেন। তিনি খেলেছেন কেকেআর, রাজস্থান রয়্যালসে।
৫৮টি ক্যাচ লুফেলেছেন উথাপ্পা উইকেটের পেছনে। আর ৩২টি স্ট্যাম্প করেছেন তিনি।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ঋষভ পন্থ। তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।
উইকেটের পেছনে ৮২ শিকার পন্থের। ৬৩ ক্যাচ ও ১৯টি স্টাম্প করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -