IPL 2024: দল পয়েন্ট টেবিলের তলানিতে, তবুও ব্যাট হাতে রেকর্ড ভাঙছেন, গড়ছেন কিং কোহলি
দল চূড়ান্ত ব্যর্থ। এখনও পর্যন্ত মাত্র একটি মাত্র ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ব্যাট হাতে রান করেই চলেছেন বিরাট কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষেই আছেন বিরাট। তিনি মোট ৮ ইনিংসে ৩৭৯ রান করেছেন কোহলি।
বিরাট কোহলি আইপিএলে একমাত্র ক্রিকেটার হিসেবে কোনও নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ২৫০ ছক্কা হাঁকিয়েছেন।
কেকেআরের বিরুদ্ধে ৭ বলে ১৮ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। সেই ইনিংসে ২টো ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি।
যদিও একটি বিতর্কিত আউট হতে হয় তাঁকে। আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় পরে আর্থিক জরিমানাও হয় প্রাক্তন আরসিবি অধিনায়কের।
আইপিএলে মোট ২৪৫ ইনিংসে খেলতে নেমে ২৫০ টি ছক্কা হাঁকিয়েছেন বিরাট। তিনিই একমাত্র প্লেয়ার যে গত ১৬ মরশুম ধরে একটা ফ্র্যাঞ্চাইজিতেই খেলছেন।
আইপিএলের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে আড়াইশো বা তার বেশি সংখ্যক ছক্কা হাঁকিয়েছেন বিরাট।
বিরাটের আগে এই তালিকায় আছেন ক্রিস গেল (৩৫৭), রোহিত শর্মা (২৭৫), এবি ডিভিলিয়ার্স (২৫১)টি ছক্কা হাঁকিয়েছেন।
চলতি মরশুমে বিরাট কোহলি ছাড়া আর কোনও ব্যাটার সাড়ে তিনশোর বেশি রান চলতি আইপিএলে করতে পারেননি।
৩৮৪ ম্যাচে ১২,৩৭৩ রান টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিরাট করেছেন এখনও পর্যন্ত। ৯টি সেঞ্চুরি ও ৯৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -