IPL 2024: রেকর্ড গড়া যেন মুড়ি-মুড়কির মত এই মানুষটার কাছে, আজই নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বিরাট?
নাম বিরাট, তাঁর কাজও বিরাট। মাঠে যখনই নামেন, তখনই নতুন রেকর্ড গড়েন, পুরনো রেকর্ড ভাঙেন এই ডানহাতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআরসিবির জার্সিতে গত ১৭ মরশুম ধরে খেলে যাচ্ছেন আইপিএলে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক তিনিই।
চলতি মরশুমেও বিরাটই অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে রয়েছেন এখন। ২০৩ রান এখনও পর্যন্ত করেছেন ৪ ম্য়াচে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ খেলতে নামবে আরসিবি। সেই ম্য়াচেও ব্যাট হাতে ওপেনে দেখা যাবে কিং কোহলিকে।
৩৫ বছরের অভিজ্ঞ তারকা ক্রিকেটার আরও এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। মাইলস্টোন ছুঁতে পারবেন?
আর ১১০ রান করলেই আরসিবির জার্সিতে ৮ হাজার রানের মালিক হয়ে যাবেন বিরাট। কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে বিশ্বের প্রথম কোনও ব্যাটার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট।
আরসিবির জার্সিতে খেলতে নেমে আইপিএলে বিরাট হাঁকিয়েছেন মোট ৭৪৬৬ রান করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে নেমে বিরাট ৪২৪ রান করেছেন।
মোট আইপিএলের মঞ্চে আরসিবির জার্সিতে ২৫৬ ম্য়াচের মধ্য়ে ২৪৭ ইনিংসে ব্যাট করতে নেমে ৭৮৯০ রান করেছেন। সর্বাধিক সেঞ্চুরিও বিরাটের ঝুলিতে। সংখ্যাটা ৭।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -