IPL 2024: ছেলের কেরিয়ার গড়ে তুলতে চাকরি ছেড়েছিলেন বাবা, নীতিশের ব্যাটেই মোহালিতে উঠল কমলা ঝড়
আইপিএলে প্রতিদিনই নতুন নতুন মুখ উঠে আসছে। গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচে নীতিশ রেড্ডি যেমন একজন। বছর কুড়ির এই অলরাউন্ডার ব্যাট হাতে ৩৭ বলে বলে ঝোড়ো ৬৪ রানের ইনিংস খেলেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। দলকেও জয় এনে দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্ধ্রপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা নীতিশ রেড্ডিকে বেস প্রাইস ২০ লক্ষ টাকা মূল্যে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। রাজ্য দলের হয়ে এই ব্যাটিং অলরাউন্ডার ১৭টি প্রথম শ্রেণির ম্য়াচ ও ২২টি লিস্ট এ ক্রিকেট খেলেন।
বিরাট কোহলির ভক্ত নীতিশ রেড্ডি গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৭ বলে ৬৪ রানের ইনিংস খেলার পথে চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান।
হনুমা বিহারী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে নীতিশ। ওর বাবা ওর কেরিয়ার গড়ার লক্ষ্যে নিজের চাকরি ছেড়ে দিয়েছিল। পরিশ্রম ও অধ্যাবসায় কাজে এসেছে।''
হনুমা আরও লিখেছেন, ''আমি ওকে ১৭ বছর বয়স থেকে চিনি। সানরাইজার্স হায়দরাবাদের অ্যাসেট হতে চলেছে ও। দেশের জার্সিতেও দেখা যাবে তাঁকে।''
মাত্র ৫ বছর বয়স থেকে প্লাস্টিকের ব্যাট দিয়ে খেলা শুরু নীতিশের। হিন্দুস্তান জিঙ্ক মাঠে খেলা দেখতে যেতেন। পরে উদয়পুরে তাঁর বাবা স্থানান্তরিত হওয়ার সময় চাকরি ছেড়ে দিয়েছিলেন।
নীতীশ কুমার রেড্ডি ভিডিসিএ ক্যাম্পে এসেছিলেন। প্রাথমিকভাবে প্রশিক্ষক কুমার স্বামী, কৃষ্ণা রাও এবং ওয়াটেকারের অধীনে প্রশিক্ষণ শুরু করেন নীতিশ।
অনূর্ধ্ব ১২ ও অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টে খেলার সময়ে প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। এরপরই তাঁকে কাদাপা কেএসিএ অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠান।
২০১৭-২০১৮ মরশুমের জন্য বিসিসিআই অনূর্ধ্ব ১৬ সেরা ক্রিকেটার জগমোহন ডালমিয়া পুরস্কার জেতেন।
নীতিশই অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রথম খেলােয়াড় হিসেবে বিসিসিআইয়ের পুরস্কার জিতেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -