IPL 2025 Auction: ছাড়লেই বিপদ! আইপিএল নিলামে ঝড় তুলতে পারেন এই তারকা, ভবিষ্যদ্বাণী ভারতীয় প্রাক্তনীর
ইতিমধ্যেই আসন্ন মরশুমের আইপিএলের জন্য রিটনেশন সংক্রান্ত না না নিয়ম প্রকাশ করে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ৩১ অক্টোবরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে সেই লিস্ট দিতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবারের মেগা নিলামে একাধিক বড় নাম সামিল হতে পারেন বলে জল্পনা। এদের মধ্যে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের মতো তারকার নাম শোনা যাচ্ছে। তবে আকাশ চোপড়ার মতে, অন্য এক তারকা বিরাট মূল্য বিক্রি হতে পারেন।
তিনি কেএল রাহুল। তারকা ক্রিকেটারের লখনউ ফ্র্যাঞ্চাইজি ছাড়ার জোর জল্পনা।
গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরাজয়ের পর মাঠেই লখনউ কর্নধার সঞ্জীব গোয়াঙ্কাকে রাহুলকে ভর্ৎসনা করতে দেখা যায়।
এহেন ব্যবহারের পর অনেকেই মনে করছেন রাহুলের দলে থাকা আর উচিত নয়। গোয়েঙ্কার সঙ্গে দিনকয়েক রাহুল সাক্ষাৎ করলেও, সম্পর্কের বরফ গলেছে কি না, সেই নিয়ে সকলেই সন্দিহান।
আকাশ চোপড়ার মতে লখনউয়ের উচিত রাহুলকে রিটেন করা। কারণ তিনি একেই তো ফ্র্যাঞ্চাইজির মুখ, উপরন্তু দলের অধিনায়কও বটে।
ভারতীয় প্রাক্তনীর মতে রাহুলকে একবার ছেড়ে দিলে নিলামে তাঁকে কোনওভাবেই ১৮ কোটি টাকায় পাওয়া যাবে না। তাঁর বেশি দামেই বিক্রি হবেন তারকা কিপার-ব্যাটার।
তাই ১৮ কোটি টাকায় (প্রথম রিটেনশনের মূল্য) রাহুলকে দলে ধরে রাখাটা লখনউয়ের উচিত বলে মত তাঁর।
অধিনায়ক রাহুলের বিদায়ে দলের ধারাবাহিকতাও ভঙ্গ হবে বলে জানান আকাশ চোপড়া। তবে রাহুলকে আদৌ লখনউ কি ধরে রাখবে? সেটাই দেখার। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -