IPL 2025: মুস্তাফিজুর সহ দল পেলেন না কোনও বাংলাদেশি, নিলামে ব্রাত্য থাকলেন বেশ কয়েকজন তারকাও
আইপিএলে মুস্তাফিজুর রহমন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা প্লেয়ার হিসেবে নিলামে নাম নথিভুক্ত করেছিলেন। বেস প্রাইস ২ কোটি রেখেছিলেন। কিন্তু কোনও দলই তাঁকে নিতে আগ্রহ দেখায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় ছিলেন বাংলাদেশের আরও এক তরুণ অলরাউন্ডার রিষাদ হোসেন। তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ। কিন্তু তিনিও কোনও দল পাননি।
নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারেল মিচেলও নিলামে অবিক্রিত রয়ে গিয়েছেন। ২ কোটি টাকা বেস প্রাইস ছিল তাঁর।
নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ক্রিকেট আইকন কেন উইলিয়ামসন বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি। তাঁকেও কোনও দল নেয়নি।
ময়ঙ্ক আগরওয়ালকেও কোনও দল নেয়নি আইপিএলে। ১ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন এই তারকা ক্রিকেটার।
পৃথ্বী শ তাঁর বেস প্রাইস রেখেছিলেন ৭৫ লক্ষ টাকা। তাঁকে নিতেও কোনও দল আগ্রহ দেখায়নি।
অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন। তাঁকেও কোনও দল নেয়নি নিলামে।
জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজার বেস প্রাইস ছিল ১ কোটি ২৫ লক্ষ। কিন্তু কোনও দল নিলামে তাঁকে নেয়নি।
নিলামে সবচেয়ে বড় অঘটন ডেভিড ওয়ার্নারের দল না পাওয়া। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটারের বেস প্রাইস ছিল ২ কোটি। কিন্তু প্রাক্তন অজি বাঁহাতি ওপেনারকে কোনও দল নেয়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -