KKR Team: ৭ ক্রিকেটারকে কিনতে খরচ ৪০ কোটি ৯৫ লক্ষ টাকা, নিলামের প্রথম দিন কাদের নিল কেকেআর?
আইপিএল নিলামের প্রথম দিন ৭ জন ক্রিকেটারকে কিনল কলকাতা নাইট রাইডার্স। খরচ করল মোট ৪০ কোটি ৯৫ লক্ষ টাকা। কাদের দলে নিল নাইট শিবির?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবচেয়ে বড় চমক বেঙ্কটেশ আইয়ার। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে গতবার ট্রফি জয়ের অন্যতম নায়ককে ধরে রাখল কেকেআর। নাইটদের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন তিনিই।
দক্ষিণ আফ্রিকার পেসার অনরিক নখিয়াকে সাড়ে ৬ কোটি টাকায় কিনেছে কেকেআর। কেকেআরের সেরা পেস অস্ত্র হয়ে উঠতে পারেন নখিয়া।
বলের আগুনে গতি আর স্যুইংয়ের জন্য পরিচিত নখিয়া। মিচেল স্টার্কের মতো দায়িত্ব নিতে হবে তাঁকে।
৩ কোটি ৬০ লক্ষ টাকায় দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'কককে দলে নিয়েছে কেকেআর। ওপেনিংয়ে ব্যাটিংও করতে পারবেন ডি'কক।
তাঁকে অনেকে বলছেন ভবিষ্যতের শুভমন গিল। ৩ কোটি টাকা দিয়ে মুম্বইয়ের ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশীকে দলে নিয়েছে কেকেআর।
গত আইপিএলে যে কটি ম্যাচে খেলেছেন, ইনিংস ওপেন করে কেকেআরকে ঝোড়ো শুরু দিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ।
আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটারকে ২ কোটি টাকায় কিনেছে কেকেআর।
গতবার কেকেআরের জার্সিতে নজরকাড়া পেসার বৈভব অরোরারে ১ কোটি ৮০ লক্ষ টাকায় নিলাম থেকে দলে নিয়েছে কেকেআর।
স্পিনার ময়ঙ্ক মারকাণ্ডেকে ন্যূনতম দাম ৩০ লক্ষ টাকায় কিনেছে কেকেআর। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -