IPL 2025: আর বিনা পয়সায় দেখা যাবে না আইপিএল! মাথায় হাত ক্রিকেটপ্রেমীদের

আইপিএল শুরু হতে আর মাত্র এক মাসের সামান্য কিছুদিন বেশি সময় বাকি। খেতাবরক্ষার লড়াইয়ে নামবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শাহরুখ খান-জুহি চাওলার দলের কাছ থেকে মুকুট ছিনিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে বাকি ৯ দলও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পটভূমি তৈরি হচ্ছে।

আইপিএল শুরু হওয়ার আগে অবশ্য ক্রিকেটপ্রেমীদের জন্য এল এক চিন্তার খবর। আর বিনামূল্যে দেখা যাবে না এই কোটিপতি টুর্নামেন্ট।
২০২৩ সালে আইপিএলের ডিজিট্যাল সত্ত্ব- কিনে নিয়েছিল জিও সিনেমা। তারপর থেকে জিও সিনেমা মোবাইল অ্যাপে বিনামূল্যে দেখা যেত আইপিএল।
তবে এবার জিও-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে হটস্টার। তারপর বদলে যেতে চলেছে নিয়মকানুনও।
নতুন প্ল্যাটফর্ম - জিওহটস্টার ১৪ ফেব্রুয়ারি পথ চলা শুরু করল। পুরোপুরি নিখরচায় আর দেখা যাবে না আইপিএল।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, প্রত্যেক ম্যাচে একটা নির্দিষ্ট সময়ই বিনামূল্যে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। পুরো ম্যাচ দেখতে হলে নিতে হবে সাবস্ক্রিপশন।
এখনও পর্যন্ত যা খবর, তাতে ফ্রি মিনিটস শেষ হয়ে গেলেই ক্রিকেটপ্রেমীদের মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে ১৪৯ টাকার সাবস্ক্রিপশন প্ল্যানের বিকল্প। সেই টাকা রিচার্জ করলে তবেই দেখা যাবে আইপিএল।
আইপিএল, ডব্লিউপিএল এবং সমস্ত আইসিসি ইভেন্টের অনলাইন স্ট্রিমিংয়ের দায়িত্বে থাকবে জিওহটস্টারই।
এতদিন যাঁরা কর্মস্থন থেকে যাতায়াতের পথে বিনামূল্যে আইপিএল দেখতেন মোবাইল ফোনে, তাঁদের জন্য এবার খারাপ খবর। খসবে গ্যাঁটের কড়ি। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -