IPL 2025: ১৪ বলে ৫৩ রানের ইনিংসে বদলে যায় ম্যাচের রং, রোমারিওর হাফসেঞ্চুরিই কি আইপিএল ইতিহাসের দ্রুততম?
RCB vs CSK: রোমারিওর ঝোড়ো অর্ধশতরানে ভর করে শনিবার, ৩ এপ্রিল মাত্র দুই রানে সিএসকেকে হারায় আরসিবি।
চিন্নাস্বামীতে কার্যত তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা (ছবি: পিটিআই)
1/9
মাত্র ১৪ বলে ৫৩ রানের ইনিংস। শনিবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে রোমারিও ঝড়ে কার্যত উড়ে যায় সিএসকে।
2/9
ইনিংসের শেষ দুই ওভারে খলিল ও পাথিরানার বিরুদ্ধে আইপিএল ইতিহাসে সর্বাধিক ৫৪ রান তুলতে আরসিবিকে সাহায্য করেন রোমারিও।
3/9
ইনিংসের শেষ বলে অর্ধশতরান পূরণ করেন শেফার্ড। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার ও ছয়টি ছক্কায়।
4/9
এই ইনিংসে ম্যাচের পার্থক্য হয়ে দাঁড়ায়। ১৬০-১৭০ যেখানে হতে সেখানে আরসিবি ২১৩ রানে ইনিংস শেষ করে এবং শেষমেশ দুই রানে ম্যাচ জেতে।
5/9
রোমারিওর এই অর্ধশতরান অবশ্য আইপিএল ইতিহাসের দ্রুততম নয়। বরং আরও দুইজনের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়।
6/9
২০১৮ সালে কেএল রাহুল তাঁর বর্তমান দল দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধেই মাত্র ১৪ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন।
7/9
২০২২-এ সকলকে খানিক চমক দিয়েই তৎকালীন কেকেআরের হয়ে প্যাট কামিন্সও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে তৎকালীন দ্রুততম অর্ধশতরান করেছিলেন।
8/9
তবে এই সমস্ত রেকর্ড ভেঙে দেন যশস্বী জয়সওয়াল। কেকেআরের বিরুদ্ধে বছর দু'য়েক আগে কার্যত ঝড় তোলেন তিনি।
9/9
সেবার মাত্র ১৩ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন তিনি। সেটাই এখনও অবধি আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরি। ছবি: পিটিআই
Published at : 04 May 2025 06:35 AM (IST)