IPL 2025: আবারও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে আইপিএল ফাইনালের আসর, এই স্টেডিয়ামের বিশেষত্বগুলি কী?
Narendra Modi stadium: বছর তিনেক আগেও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনালের আসর বসেছিল। এই নিয়ে রেকর্ড তৃতীয়বার এই স্টেডিয়ামে আইপিএল ফাইনাল আয়োজিত হতে চলেছে।
ফের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে আইপিএল ফাইনাল (ছবি: পিটিআই)
1/10
যা জল্পনা ছিল, সেটাই সত্যি হল। আবহাওয়ার অজুহাত দেখিয়ে ইডেন গার্ডেন্স থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সরানো হল আইপিএলের ফাইনাল।
2/10
আমদাবাদের এই স্টেডিয়ামে ১ লক্ষ ১০ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন। বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম (দর্শকাসনের নিরিখে) এটি। এই তথ্য প্রায় সবারই জানা।
3/10
তবে অনেকেই জানেন না অতীতে এই স্টেডিয়ামে (প্রথমে সর্দার পটেল স্টেডিয়াম পরে মোতেরা) সুনীল গাওস্কর নিজের ১০ হাজার টেস্ট রান পূর্ণ করেছিলেন।
4/10
কপিল দেবও রেকর্ড ৪৩২তম টেস্ট উইকেটটি এই মাঠেই নেন।
5/10
তবে পুরনো স্টেডিয়ামকে বর্তমান যুগের মতো করে তুলতে ঢেলে সাজানো হয়। এতে প্রায় ৮০০ কোটি খরচ হয় এবং স্টেডিয়ামটি 'স্ট্যাটু অফ ইউনিটি'-র নির্মাতারাই পুনর্গঠন করেন।
6/10
আইপিএল ফাইনাল, বিশ্বকাপ ফাইনালের মতো বড় বড় ম্যাচ আয়োজিত হয়েছে এই মাঠে। এখানে ভিআইপিদের জন্য কিন্তু ৭৬টি কর্পারেট বক্স রয়েছে যার প্রতিটিতে ২৫জন করে বসতে পারে।
7/10
ইডেনের মতো এই মাঠে কিন্তু কোনও অনুশীলন পিচ দেখা যায় না। কারণ মাঠের ঠিক পাশেই দুইটি অনুশীলন মাঠও রয়েছে এখানে যাতে নয়টি করে অনুশীলন পিচ রয়েছে।
8/10
এই স্টেডিয়ামে ভারতের একমাত্র স্টেডিয়াম যা ফ্লাডলাইটের বদলে এলইডি লাইটে আলোকিত হয়।
9/10
ভারতের সিংহভাগ স্টেডিয়ামে দেখা যায় না, তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কিন্তু প্রায় প্রতিটি স্ট্যান্ডেই ফুড কোর্ট রয়েছএ। মাঠের ক্লাব হাউসে রয়েছে জিম করার ব্য়বস্থা।
10/10
অনেকেই জানেন না নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ক্রিকেট খেলার পাশাপাশি এই কমপ্লেক্সে কিন্তু হকি, বাস্কেটবল, ফুটবলের মতো খেলার বন্দোবস্তও রয়েছে। ছবি-পিটিআই/গেটি/আইএএনএস
Published at : 21 May 2025 12:02 AM (IST)