IPL 2025: ধোনির রেকর্ড ভেঙে দিলেন জিতেশ শর্মা! আইপিএলে এ কাণ্ড আগে কেউ করেননি
LSG vs RCB: মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভেঙে হইচই ফেলে দিলেন জিতেশ শর্মা। চোট পাওয়া রজত পাতিদারের বিরুদ্ধে যিনি এখন আরসিবি-র নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন।
ধোনির রেকর্ড ভাঙলেন জিতেশ। - আইএএনএস
1/10
অনেকে বলেন, তিনি বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার। আন্তর্জাতিক ক্রিকেটে হোক কিংবা আইপিএলে, ব্যাটিং অর্ডারের নীচের দিকে নেমে অবিশ্বাস্য সব ইনিংস খেলে দলকে ম্যাচ জিতিয়েছেন।
2/10
সেই মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভেঙে হইচই ফেলে দিলেন জিতেশ শর্মা। চোট পাওয়া রজত পাতিদারের বিরুদ্ধে যিনি এখন আরসিবি-র নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন।
3/10
মঙ্গলবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের ২২৭ রান তাড়া করতে নেমে তখন ফিরে গিয়েছেন বিরাট কোহলি, ফিল সল্টরা। ৬ নম্বরে ব্যাট করতে নামেন জিতেশ।
4/10
৩৩ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের রং পাল্টে দেন তিনি। আরিসিবি-র জয়ের নায়ক জিতেশ।
5/10
আইপিএলে রান তাড়া করতে নেমে ব্যাটিং অর্ডারের ৬ বা তারও নীচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ স্কোরের নজির ছিল ধোনির। ২০১৮ সালে আরসিবি-র বিরুদ্ধেই ৩৪ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মাহি।
6/10
এতদিন সেটাই ছিল আইপিএলে রান তাড়া করতে নেমে রেকর্ড। সেই নজির ভেঙে দিলেন জিতেশ।
7/10
জিতেশের ৩৩ বলে অপরাজিত ৮৫ রানের ইনিংস আইপিএলে রান তাড়া করার সময় ৬ বা তার নীচে ব্যাট করতে নেমে কোনও ব্যাটারের করা সর্বোচ্চ স্কোর।
8/10
মঙ্গলবার ম্যচের সেরাও হয়েছেন জিতেশ। পয়েন্ট টেবিলের ২ নম্বরে শেষ করেছে আরসিবি।
9/10
তবে ধোনি একা নন, আইপিএলে রান তাড়া করতে নেমে ব্যাটিং অর্ডারের ৬ বা তারও নীচে ব্যাট করতে নেমে অপরাজিত ৭০ রানের ইনিংস রয়েছে কেকেআরের আন্দ্রে রাসেলেরও। ২০২২ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি ৩১ বলে অপরাজিত ৭০ করে দলকে ম্য়াচ জেতান।
10/10
২০১৭ সালে আরসিবি-র বিরুদ্ধে ৪৭ বলে ৭০ রান করে মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচ জিতিয়েছিলেন কায়রন পোলার্ড। ছবি - আইএএনএস
Published at : 28 May 2025 07:43 AM (IST)