IPL 2025: ইডেনে মাঠপুজো রাহানেদের, আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল কেকেআর

KKR: কেকেআরের অর্ধেক শিবিরই চলে এসেছে কলকাতায়। উপস্থিত ছিলেন সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন মঈন আলিরা। এছাড়াও অনেক নতুন মুখ যোগ দিয়েছেন শিবিরে।

ইডেনে কেকেআরের অনুশীলনে অজিঙ্ক রাহানে

1/8
আইপিএলে আগামী ২২ মার্চ প্রথম ম্য়াচে খেলতে নামবে কেকেআর। তাঁদের প্রথম প্রতিপক্ষই আরসিবি। অর্থাৎ রাহানে বনাম বিরাট ডুয়েল দেখতে পাওয়া যাবে।
2/8
কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে এদিন মাঠপুজো করলেন। এরপরই অনুশীলন শুরু করল কলকাতা শিবির।
3/8
মাঠে উপস্থিত ছিলেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনিও মাঠপুজো করলেন অনুশীলনের আগে। এদিন বিকেল পাঁচটা থেকে অনুশীলন শুরু করেছিল নাইট শিবির।
4/8
কেকেআরের অর্ধেক শিবিরই চলে এসেছে কলকাতায়। উপস্থিত ছিলেন সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন মঈন আলিরা। এছাড়াও অনেক নতুন মুখ যোগ দিয়েছেন শিবিরে।
5/8
কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ রয়েছেন এবারও শিবিরের সঙ্গে। বুধবারই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ।
6/8
পিচ কিউরেটর সুজন মুখোপাধ্য়ায়কেও দেখা যায় এদিন ইডেনে। তিনিও ডাব ফাটিয়ে মাঠ পুজো করেন।
7/8
এদিন অনুশীলনে নজরে ছিলেন ২ ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। দুজনেই কেকেআরের দীর্ঘ সময়ের সদস্য। আইপিএল জিতেছেন এই দলের জার্সিতে। নতুন মরশুমেও তাঁদের দিকে তাকিয়ে থাকবেন কেকেআর সমর্থকরা।
8/8
গত মরশুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। এই নিয়ে তৃতীয়বার। নতুন মরশুমে অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলতে নামবে কেকেআর।
Sponsored Links by Taboola