Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2025: রয়েছে গুচ্ছ গুচ্ছ রান, তাও আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকতে পারেন এই তারকারা
আইপিএল ২০২৫ সালের আগে মেগা নিলামের আসর বসতে চলেছে। অনেক বড় খেলোয়াড়ই এই নিলামে দলবদল করবেন বলে জোর জল্পনা। তবে বেষ কয়েকজন নামি খেলোয়াড় কিন্তু নিলামে অবিক্রিতও থেকে যেতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শিখর ধবন। গত মরশুমে তিনি পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব করেছেন।
তবে বছর ৩৮-র ধবনের তত্ত্বাবধানে পাঞ্জাব কিংস এখনও কোনও মরশুমেই তেমন আহামরি পারফর্ম করতে পারেনি। গত মরশুমের দীর্ঘ সময়টা চোটের কারণে মাঠের বাইরেও থাকতে হয়েছে শিখরকে।
বয়স ৩৮-র গণ্ডি পার করেছে। নিয়মিত তেমন ক্রিকেট খেলেন না শিখর। উপরন্তু, হালে তাঁর চোটসমস্যাও বেড়েছে। এই কারণগুলিই শিখরকে দলে নেওয়ার থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে বিরত রাখতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও কিন্তু তিনি বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম। তিনি কেন উইলিয়ামসন।
ধবনের মতো কেন উইলিয়ামসনও সাম্প্রতিক সময়ে চোটের কবলে পড়েছেন। পড়েছে তাঁর পারফরম্যান্সও।
কিউয়ি তারকার স্ট্রাইক রেট অনেক সময়ই সমালোচনার মুখে পড়েছে। সেই কারণেই এক সময় আইপিএল মাতালেও স্টিভ স্মিথ বর্তমানে আইপিএলে সুযোগ পাচ্ছেন না। একই জিনিস কিন্তু উইলিয়ামসনের সঙ্গেও ঘটতে পারে।
গত আইপিএল মরশুমটা দিল্লি ক্যাপিটালসের হয়ে একেবারেই আহামরি কাটেনি ওয়ার্নারের। আট ম্যাচে মাত্র ১৬৮ রান করেছিলেন তিনি।
উইলিয়ামসনের প্রাক্তন আইপিএল সতীর্থ তথা ভাল বন্ধু ডেভিড ওয়ার্নার ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
ওয়ার্নারের দখলে আইপিএলে গুচ্ছ গুচ্ছ রান রয়েছে বটে, তবে ফ্র্যাঞ্চাইজিরা ভবিষ্যতের কথা মাথায় রেখে ৩৭ বছরের ওয়ার্নারের বদলে তরুণ কাউকে পরখ করে নেওয়ার দিকে ঝুঁকতে পারে। ছবি:পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -