IPL 2025: ভারত-পাক যুদ্ধের সময় দেশে চলে যান, কেন আইপিএল খেলতে আর ফেরেননি মিচেল স্টার্ক?
Mitchell Starc: মিচেল স্টার্ককে এবার সই করিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলীয় পেসার দিল্লির জার্সিতে এবারও ছিলেন দুরন্ত ছন্দে।
নীরবতা ভাঙলেন স্টার্ক। - পিটিআই
1/10
গত বছরের আইপিএলে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ট্রফি জয়ের অন্যতম কারিগর। ফাইনালেও আগুনে স্পেলে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংকে ধসিয়ে দিয়েছিলেন।
2/10
সেই মিচেল স্টার্ককে এবার সই করিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলীয় পেসার দিল্লির জার্সিতে এবারও ছিলেন দুরন্ত ছন্দে।
3/10
১১ ম্যাচে ১৪ উইকেট নেন স্টার্ক। বাঁহাতি অজি পেসারকে খেলতে সমস্যায় পড়ছিলেন প্রতিপক্ষ ব্যাটাররা।
4/10
আইপিএলের শেষ দিকে সেই স্টার্ককেই পায়নি দিল্লি। শেষ তিনটি ম্যাচ স্টার্ক ছাড়াই খেলতে হয় দিল্লিকে।
5/10
বিরাট ধাক্কা খায় দিল্লির প্লে অফে ওঠার স্বপ্ন। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে দেশে ফিরে গিয়েছিলেন স্টার্ক।
6/10
কেন আইপিএলের শেষাংশ খেলতে ভারতে ফেরেননি স্টার্ক? এ নিয়ে এবার নীরবতা ভাঙলেন অস্ট্রেলীয় ফাস্টবোলার।
7/10
স্টার্ক বলেছেন, ‘আমি নিজের সিদ্ধান্ত নিয়ে স্বস্তিতে ছিলাম। সেই সময় গোটা পরিস্থিতি নিয়ে আমার যা সঠিক মনে হয়েছিল, সেটাই করেছিলাম।’
8/10
স্টার্ক আরও বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নেওয়ার পর লাল বলের ক্রিকেটে মনঃসংযোগ করেছিলাম। আমরা দেখেছিলাম কী ঘটেছিল, যেটা আমায় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল।’
9/10
স্টার্ক আরও জানিয়েছেন, সময়ই বলবে তিনি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কি না। অথবা যে সমস্ত ক্রিকেটার ভারতে ফেরেননি, তাঁদের সিদ্ধান্ত সঠিক ছিল কি না।
10/10
স্টার্কের কথায়, ‘আমার মনে সংশয় তৈরি হয়েছিল গোটা পরিস্থিতি নিয়ে। আর তাছাড়া টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় টেস্ট ক্রিকেটের প্রস্তুতি নেওয়ার সময়ও কমে আসছিল।’ প্রসঙ্গত, ১১ জুন থেকে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
Published at : 06 Jun 2025 05:23 PM (IST)