IPL 2025: অশ্বিনের বলে বিদ্যুৎ গতিতে রানাকে স্টাম্প করলেন ধোনি, নস্টালজিয়ায় ডুব দিলেন ক্রিকেটপ্রেমীরা

MS Dhoni: অশ্বিনের আইপিএল কেরিয়ারের দশটি স্টাম্পিং সাফল্যের নয়টিই এসেছে ধোনি কিপার থাকাকালীন। বাকি ১০১ ম্যাচে অশ্বিন স্টাম্পিংয়ে পেয়েছেন মাত্র একটি সাফল্য।

ফের সিএসকের হয়ে আইপিএল মাতাচ্ছে ধোনি-অশ্বিন জুটি (ছবি: পিটিআই)

1/9
সময় বদলায়, যুগ বদলায়, বদলায় না শুধু মহেন্দ্র সিংহ ধোনির রিফ্লেক্স। ৪৩-এ পা দিয়ে এখনও উইকেটের পিছনে ততটাই ক্ষিপ্র ধোনি।
2/9
রবিবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরাজিত হয়েছে সিএসকে।
3/9
হাড্ডাহাড্ডি ম্যাচে ধোনি ১৬ রানের ইনিংস খেলেন। তবে ছয় রানে হারে হলুদ ব্রিগেড।
4/9
তবে ব্যাট হাতে তেমন সাফল্য না পেলেও, ম্যাচে ফের একবার নজর কাড়লেন কিপার ধোনি।
5/9
ম্য়াচের ১২তম ওভারে আর অশ্বিনের বলে বিদ্যুৎ গতিতে নীতীশ রানাকে স্টাম্প আউট করেন ধোনি।
6/9
৩৬ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলা রানা ক্রিজে থাকলে রাজস্থান রান আরও যে খানিকটা বাড়ত, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
7/9
এই স্টাম্প আউট যেন দর্শকদের মনে পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দিল। অশ্বিনের বলে স্টাম্পিং করলেন ধোনি। এই নিয়ে নবম বার। জাতীয় দল থেকে আইপিএল, এই দৃশ্য অতীতে বহুবার দেখা গিয়েছে। রবিবাসরীয় সন্ধেতে ফের তা দেখে অনেকেই নস্টালজিয়ায় ডুব দিতেই পারেন।
8/9
অশ্বিনের আইপিএল কেরিয়ারে স্টাম্পিংয়ে পাওয়া দশটি উইকেটের নয়টিই এসেছে ধোনি পিছনে থাকার সময়ে। যেখানে ধোনি-অশ্বিন জুটি ১১৪ ম্যাচে নয়টি স্টাম্পিং সাফল্য পেয়েছে, সেখানে বাকি ১০১টি ম্যাচে অশ্বিন মাত্র একটি উইকেট পেয়েছেন স্টাম্পিংয়ে। এই পরিসংখ্যানই কিন্তু এই জুটির সাফল্য প্রমাণের জন্য যথেষ্ট।
9/9
অবশ্য ব্যাটার ধোনি তেমন বড় রান না পেলেও এই আইপিএলে এর আগে সূর্যকুমার ও ফিল সল্টও ধোনির বিদ্যুৎ গতির স্টাম্পিংয়ের শিকার হয়েছেন। ৪৩ বছর বয়সেও যে ধোনি বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন, তা কিন্তু বলাই বাহুল্য। ছবি- পিটিআই
Sponsored Links by Taboola