IPL 2025: আইপিএলের প্রতি ম্যাচ থেকেও লক্ষ লক্ষ টাকা পাবেন ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহের
বিশ্বের জনপ্রিয়তম টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হিসাবে পরিচিত আইপিএল। এই মেগা টুর্নামেন্টে ক্রিকেট ও বিনোদনের মিশ্রণ দেখা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে শুধু তা নয়, ক্রিকেট, বিনোদন, রোমাঞ্চের পাশপাশি ক্রিকেটাররা মোটা টাকার চুক্তিতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন।
অবশ্য এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ খেলা বা ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলার জন্য ক্রিকেটাররা ম্যাচ ফি পেলেও, আইপিএল খেলার জন্য আলাদা কোনও ম্যাচ ফি পেতেন না।
তবে সেই পরিস্থিতি বদলাতে চলেছে। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বিরাট ঘোষণা করেন বিসিসিআই সচিব জয় শাহ।
তবে সেই পরিস্থিতি বদলাতে চলেছে। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বিরাট ঘোষণা করেন বিসিসিআই সচিব জয় শাহ।
তবে সেই পরিস্থিতি বদলাতে চলেছে। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বিরাট ঘোষণা করেন বিসিসিআই সচিব জয় শাহ।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজির তরফেই ম্যাচ ফি বাবদ বাড়তি ১২.৬০ টাকা বরাদ্দ করা হবে, বলে ঘোষণা করেন জয় শাহ।
জয় শাহের এই ঘোষণায় যে ক্রিকেটাররা খুশিই হবেন, তা বলাই বাহুল্য।
শনিবারই আবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে আইপিএলের রিটেনশন সংক্রান্ত না না সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।
মেগা নিলামের আগে কয়জন ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিরা রিটেন করতে পারেবন, কয়টি আরটিএম অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ডই বা পাবেন তারা, এই বিষয়ে সম্ভবত রবিবার, ২৯ সেপ্টেম্বর সরকারি ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে। ছবি-আইপিএল/পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -