IPL 2025: ধবনের জুতোয় পা গলাতে প্রস্তুত, প্রীতিকে কী বার্তা দিলেন 'রিয়াল' শশাঙ্ক?
Shashank Singh: গত আইপিএলে পাঞ্জাবের হয়ে সর্বাধিক ৪২১ রান করেছিলেন আইপিএলে। হাঁকিয়েছিলন ২১টি ছক্কা ও ২৮টি বাউন্ডারি। নিলামে ভুল করে নাকি তাঁকে নেওয়া হয়েছিল।
শশাঙ্ক সিংহ
1/10
শশাঙ্ক সিংহ। গত আইপিএলের সময় বারবার ঘুরেফিরে আসছিল এই নামটি। পাঞ্জাব কিংস ৩২ বছরের এই ক্রিকেটারকে নাকি ভুল করে নিয়ে নিয়েছিল তাঁদের দলে। কিন্তু এরপর? বাকিটা সবাই জানে।
2/10
সেই ভুল করে দলে ঢুকে পড়া শশাঙ্কই হয়ে ওঠেন 'রিয়াল' শশাঙ্ক। ব্যাট হাতে ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সের ম্য়াচের পর ম্য়াচ। মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ে সবার মন জয় করে নিয়েছিলেন।
3/10
গত আইপিএলে পাঞ্জাবের হয়ে সর্বাধিক ৪২১ রান করেছিলেন আইপিএলে। হাঁকিয়েছিলন ২১টি ছক্কা ও ২৮টি বাউন্ডারি।
4/10
আগের মরশুমের আগে মিনি নিলামে ভুল করে দলে নেওয়া শশাঙ্ককেই এবার প্রথম রিটেন করেছে পাঞ্জাব কিংস। ৫ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে পাঞ্জাব শিবির। কিন্তু এবার নতুন মরশুমে অন্য এক ভূমিকাতেও দেখা যেতে পারে তাঁকে।
5/10
গত আইপিএলে পাঞ্জাবের নেতৃত্বে ছিলেন শিখর ধবন। এবার তাঁকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজি। তাই ধবনের জুতোয় পা গলাতে প্রস্তুত এই
6/10
সূত্রের খবর, শশাঙ্ককে পাঞ্জাব কিংসের লিডারশিপ গ্রুপের অন্তর্ভূক্ত করা হতে পারে। যদিও তা নিয়ে বেশি ভাবছেন না ছত্তিশগড়ের এই ক্রিকেটার। তবে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে এই ডানহাতির।
7/10
শশাঙ্ক বলছেন, ''আমি ডি ওআই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচ বছর নেতৃত্বভার সামলেছি। ঘরোয়া ক্রিকেটেও অধিনায়ক ছিলাম। দলও ভালই পারফর্ম করেছে। এই পরিস্থিতিতে যদি পাঞ্জাব কিংস টিম ম্য়ানেজমেন্ট চায় আমাকে অধিনায়ক হিসেবে দেখতে, তবে আমি তৈরি। সুযোগ কাজে লাগাতে মরিয়া থাকব।''
8/10
গত বছর আশুতোষ শর্মার সঙ্গে জুটি বেঁধে অনেক ম্য়াচেই পাঞ্জাবের তরী পার করিয়েছেন শশাঙ্ক। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলছেন।
9/10
গত মরশুমের আগে মিনি নিলামে মাত্র ২০ লক্ষ টাকায় শশাঙ্ককে দলে নিয়েছিল প্রীতি জিন্টার দল। এবার তাঁকে ৫ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছে। পাঞ্জাব কিংসের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন শশাঙ্ক।
10/10
উল্লেখ্য, ২০২২ সালে আইপিএলে প্রথমবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল শশাঙ্ককে। কিন্তু সেবার ব্যাট হাতে আহামরি কিছু পারফর্ম করতে পারেননি তিনি।
Published at : 18 Nov 2024 09:11 AM (IST)