Virat Kohli: ফের নেতৃত্বে কোহলি? নাকি অন্য চমক? ডুপ্লেসির দায়িত্ব ছাড়া নিয়ে তুঙ্গে জল্পনা
আইপিএলের ১৬ বছরের ইতিহাসে মুকুটহীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালে উঠলেও কোনওদিন ট্রফি জেতা হয়নি আরসিবি-র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাগ্য ফেরাতে এবার বড়সড় রদবদল ঘটাতে চলেছে আরসিবি। ইঙ্গিত, অধিনায়ক হিসাবে আর ফাফ ডুপ্লেসিকে রাখা হবে না।
দক্ষিণ আফ্রিকার তারকা ডুপ্লেসির নেতৃত্বে তিনটি আইপিএলে খেলেছে আরসিবি। তার মধ্যে দুবার প্লে অফে উঠেছে দল।
তবে শোনা যাচ্ছে, ডুপ্লেসিকে আর রিটেন করবে না আরসিবি। বৃহস্পতিবার রিটেনশন তালিকায় ডুপ্লেসির নাম না থাকার সম্ভাবনা।
চল্লিশ পূর্ণ করে ফেলেছেন প্রোটিয়া তারকা। সে যতই তিনি ফিট হোন না কেন। নতুন অধিনায়ক বেছে নিতে পারে আরসিবি, জল্পনা জোরাল হচ্ছে।
কে হতে পারেন ডুপ্লেসির বিকল্প? কার হাতে তুলে দেওয়া হতে পারে দলের নেতৃত্ব?
জোর গুঞ্জন, ফের বিরাট কোহলিকে অধিনায়ক করতে পারে আরসিবি। যিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়েছিলেন।
শোনা যাচ্ছে, ফের কোহলিকে সারথী করেই আইপিএল অভিযানে নামতে পারে আরসিবি। সেক্ষেত্রে ক্যাপ্টেন কোহলির পুনর্জন্ম হবে।
জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর আরসিবি-র অধিনায়কত্বও ছেড়েছিলেন কোহলি। তবে তাঁকে যে রিটেন করা হচ্ছেই, তা কার্যত নিশ্চিত বলেই ওয়াকিবহাল মহলের ধারণা।
কোনও কোনও মহল থেকে আবার বলা হচ্ছে, লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিলে কে এল রাহুলের জন্য ঝাঁপাতে পারে আরসিবি। রাহুল আগেও আরসিবিতে খেলেছেন। রাহুলের কাঁধেও তুলে দেওয়া হতে পারে নেতৃত্বের ভার। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -