Vaibhav Suryavanshi: ১৪ বছরের বালকের শতরানে চারিদিকে হুলস্থুল, বৈভবের ব্যাটিংয়ে ভেঙে চুরমার গুচ্ছ রেকর্ড

IPL 2025: বৈভবের শতরানে ভর করে মাত্র ১৫.৫ ওভারেই রাজস্থান ২১০ রান তাড়া করে নেয়, যা আইপিএল ইতিহাসে দুশোর অধিক রান তাড়া করে জয়ের নিরিখে দ্রুততম।

'ওয়ান্ডারকিড' সূর্যবংশীর বৈভবে রাজস্থানের জয় (ছবি: পিটিআই)

1/10
১৪ বছর ৩২ দিন, হ্যাঁ এত কম বয়সেই আইপিএলে গতকাল শতরান হাঁকান বৈভব সূর্যবংশী।
2/10
এত কম বয়সে আর কোনও ক্রিকেটারের টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব নেই। আরেক ভারতীয় বিজয় জ়োলের রেকর্ড ভাঙলেন বৈভব।
3/10
মহারাষ্ট্রের হয়ে বিজয় ১৮ বছর ১১৮ দিনে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে সোমবার তার থেকে কনিষ্ঠতম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়নের রেকর্ড কেড়ে নিলেন বৈভব।
4/10
বৈভবের শতরানটি আসে মাত্র ৩৫ বলে। সে আরেক রাজস্থান রয়্যালস প্রাক্তনী ইউসুফ পাঠানের ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে ভারতীয় হিসাবে দ্রুততম শতরানের কৃতিত্ব গড়লেন।
5/10
বয়স ১৪ হলেও, বড় বড় ছক্কা হাঁকাতে কিন্তু কোনও কার্পণ্য করে না বৈভব।
6/10
শতরানের ইনিংসে ১১টি ছক্কা মারে বৈভব, যা ভারতীয় হিসাবে যুগ্মভাবে এক আইপিএল ইনিংসে সর্বোচ্চ।
7/10
আইপিএল ইতিহাসে রান তাড়া করতে নেমে ১১টি ছক্কা কিন্তু রেকর্ড।
8/10
আর ১৮-র কম বয়সি কোনও ব্যাটারও কোনও টি-টোয়েন্টি ইনিংসে এর আগে এত ছয় মারেনি।
9/10
নিজের তৃতীয় আইপিএল ইনিংসেই শতরান করল বৈভব। এত কম ইনিংস খেলে আইপিএলে নিজের প্রথম শতরান করার কৃতিত্ব আর কারুর নেই।
10/10
গুজরাতের বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালের সঙ্গে মিলে ১৬৬ রানের পার্টনারশিপ গড়েন বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু এটিই আইপিএল ইতিহাসে যে কোনও উইকেটে সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ছবি: পিটিআই/আইএএনএস
Sponsored Links by Taboola