IPL 2025 Auction: বয়স উনিশের গণ্ডিও পেরয়নি কারও, আইপিএলের নিলামের টেবিলে ঝড় তুলতে পারেন এই ৫ কিশোর
তালিকায় সবার ওপরে থাকবে ভৈবভ সূর্যবংশী। মাত্র ১৩ বছর ২৩৪ দিন বয়স তাঁর। বিহারের এই কিশোর জন্ম ২০১১ সালের ২৭ নভেম্বর। নিলামের টেবিলে সর্বকনিষ্ঠ প্লেয়ার তিনিই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনূর্ধ্ব ১৯ ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত মাসে ৫৮ বলে শতরান হাঁকিয়ে নজরে এসেছিলেন। নিলামে অনেক দলই ভবিষ্যতের কথা ভেবে তাঁকে দলে নিতে চাইবে।
মুম্বই রঞ্জি দলের সদস্য আয়ুশ মাথরে। মাত্র ১৭ বছর বয়সের এই ক্রিকেটার রঞ্জিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
আয়ুশ তাঁর অভিষেক রঞ্জি ম্য়াচে ৫২ রান করেছেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্য়ারাথন ১৭৬ রানের ইনিংস খেলেছেন।
১৮ বছর ৪৪ দিন বয়স আইপিএলের আর এক তরুণ ক্রিকেটার হার্দিক রাজের। বাঁহাতি স্পিন বোলার অলরাউন্ডার। কর্নাটকা মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে নজর কেড়েছিলেন অভিষেকে।
চলতি বছর এই টুর্নামেন্টে সাত ইনিংসে ১৫৫ রান করেছেন ও ৭ উইকেটও ঝুলিতে পুরেছেন। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়েও খেলছেন।
দেশের জার্সিতে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলে ২ ম্য়াচে ৬ ওভারে ৮৯ রান খরচ করেছিলেন। তবুও আসন্ন নিলামে তাঁকে নিতে ঝাঁপাতে পারে বিভিন্ন দল।
সিদ্ধার্থ চলতি বছর তামিলনাড়ুর হয়ে রঞ্জিতে ছয় ম্য়াচে খেলে তিনটি ম্য়াচে অর্ধশতরান হাঁকিয়েছেন। মিডল অর্ডার এই ব্যাটারকে নিয়েও আগ্রহ দেখাতে পারে অনেকেই।
একমাত্র বিদেশি তারকা হিসেবে এই তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার কেয়না এমপাখা। ১৮ বছর ১০৪ দিন বয়সের এই প্রোটিয়া পেসার মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন গত মরশুমে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -