IPL Auction 2023: নিলামে কোন তারকার পিছনে কোন দল সর্বাধিক দর হাঁকল?
পঞ্জাবের হয়েই স্যাম কারানের আইপিএল সফর শুরু হয়েছিল। সেই পঞ্জাবেই ফিরলেন কারান। তাঁকে আইপিএল ইতিহাসের সর্বাধিক ১৮.৫ কোটি টাকায় দলে নিয়েছে কারান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকারানের পরে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর হাঁকানো হয় ক্যামেরন গ্রিনের জন্য। তিনি ১৭.৫ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন।
বেন স্টোকসের হয়ে এ বারের নিলামে নিজেদের সর্বোচ্চ ১৬.২৫ কোটি টাকা দর হাঁকায় চেন্নাই সুপার কিংস।
গত মরসুমে সানরাইজার্সের হয়ে ব্য়র্থতা সত্ত্বেও নিকোলাস পুরানকে লখনউ সুপার জায়ান্টস নিজেদের সর্বোচ্চ দর হাঁকায়। পুরানকে ১৬ কোটি টাকায় দলে নেয় লখনউ।
তরুণ হ্যারি ব্রুকের জন্য সানরাইজার্স হায়দরাবাদ সর্বোচ্চ দর হাঁকায়। ১৩.২৫ কোটি টাকায় ব্রুককে দলে নেয় সানরাইজার্স।
কেকেআর প্রাক্তনী শিবম মাভিকে এ নিলামে নিজেদের সর্বাধিক ছয় কোটি টাকায় দলে নেয় গুজরাত টাইটান্স।
এ বারের নিলামে জেসন হোল্ডারের জন্য সর্বাধিক মূল্য খরচ করে রাজস্থান রয়্যালস। ৫.৭৫ কোটি টাকায় হোল্ডারকে দলে নেয় রাজস্থান।
দিল্লি ক্যাপিটালসের সবথেকে দামি খেলোয়াড় বাংলার মুকেশ কুমার। তাঁকে ৫.৫০ কোটি টাকায় দলে নেয় রাজধানীর ফ্রাঞ্চাইজি।
তরুণ ইংলিশ তারকা উইল জ্যাকসের জন্য নিজেদের সর্বাধিক দর হাঁকায় আরসিবি। তাঁকে ৩.২০ কোটি টাকায় দলে নেয় আরসিবি।
এ নিলামে কেকেআর সবথেকে কম টাকা নিয়ে নেমেছিল। ১.৫০ কোটি টাকার শাকিব আল হাসানই কেকেআরের সবথেকে দামি খেলোয়াড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -