IPL Auction 2024: আসন্ন আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হতে পারেন এই তারকা ক্রিকেটাররা
IPL Auction: আসন্ন আইপিএল নিলামের জন্য মোট ৩৩৩ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
আইপিএল নিলামে ঝড় তুলতে প্রস্তুত এঁরা (ছবি: পিটিআই)
1/10
আন্তর্জাতিক ক্রিকেটে মনোনিয়োগ করার জন্য বিগত বহু বছর ধরেই আইপিএল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন মিচেল স্টার্ক। তবে এই বছর বিশ্বজয়ী ক্রিকেটার ফের একবার আইপিএল নিলামে নাম দিয়েছেন।
2/10
আন্তর্জাতিক ক্রিকেটে বিশ ওভারের ফর্ম্যাটে স্টার্ক ৭৩টি উইকেট নিয়েছেন। তাঁর মতো অভিজ্ঞ বোলার যে কোনও দলের সম্পদ।
3/10
নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসেই দুরন্ত পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন রাচিন রবীন্দ্র। ১০ ইনিংসে ৫৭৮ রান করেছিলেন তিনি।
4/10
টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ-হাতি স্পিন বোলিংটাও করেন কিউয়ি তরুণ অলরাউন্ডার। তাঁর পিছনে বহু দল ছুটতে পারে এবং বেশ চড়া দামে তিনি বিক্রি হবেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
5/10
জেরাল্ড কোয়েৎজ়ে আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলক অপিরিচিত আরেক নাম, যিনি নিজের বিশ্বকাপ পারফরম্যান্সে তাক লাগিয়ে দিয়েছেন।
6/10
মেগা টুর্নামেন্টে ৬.২৩ ইকোনমি রেটে ২০ উইকেট নেওয়া প্রোটিয়া তারকা ফাস্ট বোলারকে নিয়ে দর কষাকষি হতে পারে।
7/10
ট্র্যাভিস হেড অতীতেও আইপিএলে অংশ নিয়েছেন। তখন তেমন প্রভাব ফেলতে না পারলেও, অতীতের হেড এবং এখানকার হেডের মধ্যে বিস্তর পার্থক্য।
8/10
তিনি বিশ্বকাপে অনেক ম্যাচ চোটের কারণে খেলতে না পারলেও, সেমিফাইনালে অর্ধশতরান করার পাশাপাশি দুই উইকেট এবং ফাইনালে শতরান হাঁকিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। অনেক ফ্র্যাঞ্চাইজিই হেডকে নিজেদের দলে সামিল করার জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে।
9/10
বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহকদের মধ্যে অন্যতম ছিলেন ডারিল মিচেল। ব্যাটে টপ অর্ডার থেকে মিডল অর্ডার যে কোনও স্থানেই ব্যাট করতে সক্ষম তিনি।
10/10
দলের প্রয়োজনে বলটাও করতে পারেন তিনি। এমন এক অভিজ্ঞ অলরাউন্ডার কিন্তু যে কোনও দলেরই সম্পদ।
Published at : 12 Dec 2023 03:11 PM (IST)