IPL Auction 2025: নিলামে কাদের পেতে যে কোনও দাম দিতে রাজি হয়ে যাবে আরসিবি? নকশা সাজিয়ে দিলেন ডিভিলিয়ার্স
আগামী আইপিএলের জন্য সব দলই ঢেলে সাজানোর নীল নকশা তৈরি করা হচ্ছে। আইপিএলে কোনওদিন চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিলামের আগে তারা রিটেন করেছে বিরাট কোহলি, যশ দয়াল ও রজত পাতিদারকে। নিলাম থেকে কাদের পেতে ঝাঁপাবে আরসিবি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআরসিবিতে খেলে যাওয়া এ বি ডিভিলিয়ার্স জানিয়েছেন, অশ্বিনকে নেওয়ার জন্য ঝাঁপানো উচিত। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন অশ্বিন। তবে এবার তাঁকে রিটেন করেনি রাজস্থান। তামিলনাড়ুর অফস্পিনার দলের সম্পদ হতে পারেন।
তবে অশ্বিনকে পাওয়া না গেলে বিকল্প হিসাবে ওয়াশিংটন সুন্দরের কাথাও বলেছেন ডিভিলিয়ার্স। তাঁর মতে, সুন্দরকে নিলাম থেকে নেওয়া হলে দলের ব্যাটিং গভীরতাও বাড়বে। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তামিলনাড়ুর তরুণের।
বিদেশি পেসারদের মধ্যে কাগিসো রাবাডার জন্য ঝাঁপানো উচিত আরসিবির, মনে করেন ডিভিলিয়ার্স।
ডিভিলিয়ার্সের মতে, এমন বোলিং আক্রমণ সাজাতে হবে যা ম্যাচ জেতাতে পারে।
গুজরাত টাইটান্স ছেড়ে দিয়েছে পেসার মহম্মদ শামিকে। রাবাডাকে পাওয়া না গেলে বাংলার ফাস্টবোলারকে নেওয়ার জন্য নিলামে দর হাঁকতে পারে আরসিবি, মত এ বি-র।
স্যুইংয়ের রাজা ভুবনেশ্বর কুমারের জন্যও ঝাঁপাতে পারে আরসিবি। ভুবির উইকেট নেওয়ার দক্ষতা নতুন বলে আরসিবিকে বাড়তি সুবিধা দিতে পারে, মনে করছেন এবি।
একান্তই রাবাডা, শামি, ভুবিদের পাওয়া না গেলে? ডিভিলিয়ার্স বিকল্প হিসাবে বাঁহাতি পেসার অর্শদীপ সিংহের নাম বলছেন। অর্শদীপকে রিটেন করেনি পাঞ্জাব কিংস।
তবে ডিভিলিয়ার্স সবচেয়ে বেশি জোর দিয়েছেন যুজবেন্দ্র চাহালকে ফেরানোর ওপর। অতীতে আরসিবি-র হয়ে খেলা চাহালকে হাতছাড়া করা কখনওই উচিত হয়নি আরসিবির, মত ডিভিলিয়ার্সের।
টি-২০ ক্রিকেটের স্পেশ্যালিস্ট চাহাল। লেগস্পিনারের উইকেট নেওয়ারক দক্ষতা সকলেরই সমীহ আদায় করে নিয়েছে। ডিভিলিয়ার্সের মতে, নিলামে চাহালের জন্য জোরদার ঝাঁপানো উচিত আরসিবির। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -