Rishabh Pant: বড় পালাবদল আইপিএলে? ঋষভ পন্থকে অধিনায়ক করার জন্য ঝাঁপাচ্ছে কোন দল?
আইপিএলের মেগা নিলাম যত এগিয়ে আসছে, তত বাড়ছে দশ দলের নিলাম-অঙ্ক নিয়ে জল্পনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়ে দিয়েছে, রিটেনশন ও রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬ ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাবে দলগুলি।
জোর জল্পনা শুরু হয়েছে ঋষভ পন্থের ভবিষ্যৎ নিয়ে। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস আর রিটেন করবে না পন্থকে।
এমনিতেই দিল্লি ক্যাপিটালস দলের মালিকানা বদল হয়েছে। পরের দু'বছরের জন্য দলের মালিকানা গিয়েছে জিএমআর গ্রুপের হাতে।
পার্থ জিন্দল ও তাঁর সংস্থা জেএসডব্লিউ গ্রুপ আপাতত মহিলা দলের দায়িত্বে। তারপরই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকে পদ থেকে সরে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
তারপর থেকেই জোর জল্পনা, পন্থকে কি আর রিটেন করার রাস্তায় হাঁটবে না ট্রফি খরা কাটাতে মরিয়া দিল্লি ক্যাপিটালস?
শোনা যাচ্ছে, পন্থকে পেতে মরিয়া আইপিএলের দুই দল - পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস।
এর মধ্যে লখনউ গত তিন মরশুমের অধিনায়ক কে এল রাহুলকে রিটেন করবে না বলে জোর জল্পনা। শোনা যাচ্ছে, পন্থের জন্য ঝাঁপাতে পারে তারা।
রাহুলের পরিবর্ত হিসাবে পন্থকে দলে নিলে তাঁর হাতেই লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বভার তুলে দিতে পারে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দল।
যদিও পন্থ বা দিল্লি ক্যাপিটালস, কোনও পক্ষই সরাসরি এ নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে দিনকয়েক আগে পন্থ এক্স হ্যান্ডলে লিখেছিলেন, নিলামে উঠলে তাঁর দাম কত হওয়া উচিত? তারপরই বেড়েছে গুঞ্জন। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -