IPL Final 2022: ব্যাটে-বলে হার্দিকের দাপট, শুভমনের সংকল্প, কোন মন্ত্রে উদাহরণ তৈরি করল গুজরাত
প্রথমবার আইপিএল খেলতে নেমেছে একটা দল। কিন্তু শরীরী ভাষা দেখে বোঝার উপায় নেই। শান্ত, সংযত। ফাইনালের স্নায়ুর চাপকে যেন শতহস্ত দূরে রাখলেন। গুজরাত টাইটান্সের ক্রিকেটারদের যে প্রত্যয়ী মানসিকতার প্রতিফলন হল তাঁদের পারফরম্যান্সেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএল ফাইনালে বল হাতে দাপট দেখালেন হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামি, রশিদ খানরা।
টস জিতে প্রথমে ব্য়াটিং করে নিতে চেয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ১৩০/৯ স্কোরেই আটকে যান রাবণ।
শুভমন দুবার প্রাণরক্ষা পেলেন। শেষ পর্যন্ত ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত ছিলেন শুভমন।
৩০ বলে ৩৫ রান করে চাপ কাটাতে সাহায্য করলেন হার্দিক।
ট্রেন্ট বোল্ট শুরুতে এক উইকেট তুলে নিলেও লাভ হয়নি।
চলল না জস বাটলারের ব্যাট। যিনি চলতি আইপিএলে অনবদ্য কীর্তি গড়েছেন। চারটি সেঞ্চুরি। ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙে আইপিএলে সর্বকালের সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের নজির।
রবিবারও বাটলারই রাজস্থানের সর্বোচ্চ স্কোরার। কিন্তু তাঁর ৩৯ রান রাজস্থানের পক্ষে যথেষ্ট ছিল না।
বরং বল হাতে ভেল্কি দেখালেন হার্দিক পাণ্ড্য। ভারতীয় ক্রিকেট আকাশে যাঁর উদয় হয়েছিল পেসার অলরাউন্ডার হিসাবে। কেউ কেউ তো তাঁকে কপিল দেবের উত্তরসূরি পর্যন্ত বলে দিয়েছিলেন। কিন্তু তারপরই পতন। পিঠের চোট, অস্ত্রোপচার, সব মিলিয়ে হার্দিক বল করাই ছেড়ে দিয়েছিলেন। এমনকী, জাতীয় দলের হয়ে তিনি বল না করায় প্রচুর প্রশ্ন উঠেছিল। বাদ পড়েছিলেন দল থেকেও। হার্দিক রবিবার প্রমাণ করে দিলেন, বোলার হিসাবেও ফুরিয়ে যাননি।
তৃতীয় উইকেটে ৬৩ রান যোগ করেন হার্দিক ও শুভমন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -