IPL Mega Auction 2022: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার কারা?
শনি ও রবিবার বেঙ্গালুরুতে আইপিএল-এর নিলাম। কোন ক্রিকেটার এবার সবচেয়ে বেশি দর পাবেন, সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার আগে দেখে নেওয়া যাক, এর আগে আইপিএল-এ কারা সবচেয়ে বেশি দর পেয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৮ সালে প্রথম আইপিএল-এ সবচেয়ে বেশি দর পেয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই সময় তাঁর দর ছিল সাড়ে ৯ কোটি টাকা।
২০০৯ সালের আইপিএল-এ সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ ও কেভিন পিটারসেন। তাঁরা পেয়েছিলেন ৯.৮ কোটি টাকা করে।
২০১০ সালের আইপিএল-এ ৪.৮ কোটি টাকা করে পেয়ে সবচেয়ে দামী ছিলেন শেন বন্ড ও কাইরন পোলার্ড।
২০১১ সালের আইপিএল-এর সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন গৌতম গম্ভীর। ১৪.৯ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
২০১৮ সালের আইপিএল-এও সবচেয়ে দামী ক্রিকেটার হন বেন স্টোকস। তাঁকে সাড়ে ১২ কোটি টাকা দিয়ে দলে নেয় রাজস্থান রয়্যালস।
২০১৩ সালের আইপিএল-এ গ্লেন ম্যাক্সওয়েলকে ৬.৩ কোটি টাকা দিয়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
২০১৪ সালের আইপিএল-এ সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন যুবরাজ সিংহ। ১৪ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
২০১৫ সালের আইপিএল-এও সবচেয়ে দামী ক্রিকেটার হন যুবরাজ। তাঁকে ১৬ কোটি টাকা দিয়ে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।
২০১৬ সালের আইপিএল-এ সবচেয়ে দামী ক্রিকেটার হন শেন ওয়াটসন। সাড়ে ৯ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেয় চেন্নাই সুপার কিংস।
২০১৭ সালের আইপিএল-এ সবচেয়ে দামী ক্রিকেটার হন বেন স্টোকস। ১৪.৫ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেয় রাইজিং পুণে সুপারজায়ান্টস।
২০১৯-এর আইপিএল-এ সবচেয়ে দামী ক্রিকেটার হন বরুণ চক্রবর্তী ও জয়দেব উনাদকাট। তাঁরা ৮.৪ কোটি টাকা করে পান।
২০২০ সালের আইপিএল-এ সবচেয়ে দামী ক্রিকেটার হন প্যাট কামিন্স। তাঁকে সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে দলে নেয় কেকেআর।
গতবারের আইপিএল-এ সবচেয়ে দামী ক্রিকেটার হন ক্রিস মরিস। তাঁকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে দলে নেয় রাজস্থান রয়্যালস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -